ডায়বেটিক রোগীকে ব্যায়াম করতে বলা কেন অন্যায়? #type2diabetes #diabetes #exercise #lowcarbdiet

1 year ago

২য় ধরনের ডায়বেটিক রোগীদের ইনসুলিন বৈরিতার সমস্যা থাকে। অর্থাৎ দেহে অতিরিক্ত ইনসুলিন উপস্থিত থেকেও, ইন্সুলিন নির্ভর কাজগুলো সম্পন্ন করাতে পারে না। এর ফলে, রোগীর পেশীকোষগুলো রক্তে অতিরিক্ত চিনি থাকলেও, সেই চিনি ব্যবহার করে শক্তি উৎপাদন করতে পারে না কেননা, কোষের ভেতরে চিনি প্রবেশ করানোর কাজটি নিয়ন্ত্রণ করে ইনসুলিন। এমতাবস্থায়, রোগীর পক্ষে দৈহিক পরিশ্রমের কাজ কঠিন হয়ে পরে। যেহেতু ব্যায়াম করতে শক্তি প্রয়োজন হয়, তাই ব্যায়াম করার ক্ষেত্রেও রোগীগণ অসমর্থ হয়ে থাকেন।
এমন একজন অসমর্থ অসুস্থ্য মানুষকে ব্যায়াম করতে বলা এবং সেই কথা না মান্য করলে, তার ঘাড়ে দোষ চাপানর চেষ্টা করা আসলে অন্যায় ঠিক যেমন অন্যায় হচ্ছে একজন বোবার কাছ থেকে কথা শুনতে চাওয়া অন্যায়।

Loading comments...