ক্যান্সার রোগ ধরা পরার পরে যে ৩ টি ভুল রোগীগণ করে থাকেন

1 year ago
1

ক্যান্সার ধরা পরলে যে কারোরই জগত কেঁপে ওঠে এবং অতি সঙ্গত কারণেই। এই অবস্থায় স্থির থাকা কঠিন এবং তাই আমরা অস্থির হয়ে তক্ষুনি কোন একটা চিকিৎসা করার চেষ্টা করি। অথচ ক্যান্সার কিন্তু একদিন অথবা এক সপ্তাহের মধ্যে আপনাকে মেরে ফেলবে, এমন অসুখ নয় (প্রায় সকল ক্ষেত্রে)। তাই এমন অস্থির হয়ে কিছু করা একটি মারাত্মক ভুল।
এমনই কিছু ভুল নিয়ে আলোচনা করেছি এই ভিডিও তে।

তথ্য উৎসঃ https://youtu.be/iwdTXwrnr-w

Loading comments...