৫ মিনিটে জেনে নিন ক্যান্সার ধরা পরলে কি করে অতি সহজে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে যুদ্ধ শুরু

1 year ago
1

৫ মিনিটে জেনে নিন ক্যান্সার ধরা পরলে কি করে অতি সহজে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে যুদ্ধ শুরু করবেন।

একথা বলাই বাহুল্য যে প্রচলিত ক্যান্সার চিকিৎসা অধিকাংশ রোগীদেরই সাহায্য করতে পারে না। সাম্প্রতিক কালে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর মতো ব্যাক্তিত্যের মৃত্যু তার একটি জ্বলজ্বলে উদাহরণ। পৃথিবীর সবথেকে আধুনিক ক্যান্সার চিকিৎসা গ্রহণ করেও ক্যান্সারের কড়াল গ্রাসের সামনে নিরুপায় হয়ে ঢলে পরেছেন এমন অনেকেই।

এই ব্যর্থতার কারণ হিসাবে, আমেরিকার ম্যসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন কলেজের প্রফেসর এবং ক্যান্সার গবেষক ডঃ টমাস সিফ্রিড বলেন যে, জিন বিভ্রাট কেন্দ্রিক যে তত্বের মাধ্যমে আমরা ক্যান্সার রোগকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, সেই তত্বটি ভুল ছিল বিধায় আমরা ক্যান্সারের বিরুদ্ধে ক্রমান্বয়ে হেরে যাচ্ছি।

তাহলে ক্যান্সারের সঠিক ব্যাখ্যা কি? নোবেল প্রাইজ বিজয়ী জার্মান বিজ্ঞানী অটো ওয়ারবারগ ১৯২০ এর দশকে দাবি করেছিলেন যে ক্যান্সার আসলে দেহ কোষের মাইটোকন্ড্রিয়ার বিভ্রাট জনিত অসুখ। সুস্থ্য কোষের মাটোকন্ড্রিয়া কোন কারণে ক্ষতিগ্রস্ত হলে, সেই কোষ বেঁচে থাকার তাগিদে গাজন প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়া ব্যবহার না করেই শক্তি উৎপাদনের কারখানা চালু করে। এই কোষটিই তখন একটি ক্যান্সার কোষে পরিণত হয়।

এই তত্ব নিয়ে গবেষণা করে ডঃ টমাস সিফ্রিড এবং প্রফেসর ডঃ ডমিনিক ডি'আগস্টিনো এবং আরও কয়েকজন বিজ্ঞানী এই তত্ব কে সঠিক বলে দাবি করছেন।

সুখবর হলো, এই তত্বমতে, ক্যান্সার কোষ প্রধানত চিনি ব্যবহার করে শক্তি উৎপাদন করে এবং চর্বি বা চর্বি থেকে উৎপাদিত পুষ্টি ব্যবহার করতে পারে না, যেখানে সুস্থ্য কোষ অতি সহজে এবং সাচ্ছন্দে চর্বি থেকে শক্তি উৎপাদন করে সুস্থ্য থাকে। অর্থাৎ শুধু মাত্র খাবার থেকে চিনি বাদ দিয়ে এবং চর্বি বেশি খেয়ে, রোগীগণ ক্যান্সারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারেন।

এই ভিডিওতে একজন ক্যান্সার আক্রান্ত রোগীর কি করলে উপকার হতে পারে, তাই ব্যাখ্যা করা হয়েছে।

Source: https://youtu.be/06e-PwhmSq8

Loading comments...