প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কিটো ডায়েট প্রশিক্ষণ দিচ্ছেন ডাক্তার এবং আমার প্রতিক্রিয়া (পর্ব ৩)

1 year ago
1

জেনেসিস অনলাইন ইউনিভেরসিটির আয়োজনে ( @GOUBD ) এই উপস্থাপনাটি কিটো ডায়েট সম্পর্কে ডাক্তারদের শিক্ষা দেবার জন্য করা হয়েছিল। কিটো ডায়েট বিষয়ে কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না নিয়েও উপস্থাপক এই ডায়েট সম্পর্কে অন্যদের শিক্ষা দেবার মত সাহস করেছেন এবং জেনেসিস ইউনিভেরসিটি সেই প্রচেষ্টা কে স্বাগত জানিয়েছে!
বলাইবাহুল্য যে অযৌক্তিক এবং আজগুবি সব অনেক তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে।
আমার প্রতিক্রিয়ার মাধ্যমে আমি কিছু ভুলকে তুলে ধরার চেষ্টা করেছি।

মূল ভিডিওঃ https://youtu.be/J2Pdu947Hn4

Loading comments...