ক্যান্সার হয় লাল মাংশ খেলে - কথাটি একটি বাজে কথা, দাবি ক্যন্সার গবেষক প্রফেসর ডঃ টমাস সিফ্রিড এর

1 year ago
1

ক্যান্সারের প্রকৃত কারণ এবং চিকিৎসার পদ্ধতি নিয়ে দুনিয়ার সব থেকে নামকরা বিজ্ঞানীদের মধ্যে ডঃ টমাস সিফ্রিড অন্যতম। পরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়েছেন যে "জিন পরিবর্তনের কারণে ক্যান্সার হয়" কথাটি যা অন্য নামে ক্যান্সারের সোমাটিক মিউটেশন তত্ব নামে পরিচিত ছিল, সঠিক হবার উপায় নেই।
তাকে প্রশ্ন করা হয়েছিল "লাল মাংশ খেলে তা থেকে ক্যান্সার হবে" এমন বিশ্বাস নিয়ে। এক কথায় তাঁর জবাব ছিল, "বুলশিট" বা বাংলায় বললে বলতে হবে, "বাজে কথা!"

উৎসঃ https://www.youtube.com/live/EN58tZ6dspA?feature=share

Loading comments...