শর্করা কম খেলে, IAP Deficiency থাকলেও ২য় ধরনের ডায়বেটিস হবার সম্ভবনা অকল্পনীয় - প্রঃ ডঃ টিম নোকস

2 years ago
2

প্রফেসর ডঃ মধু এস মালো সম্প্রতি একটি গবেষণা প্রকাশ করেছেন যেখানে তিনি দাবী করেছেন যে ২য় ধরনের ডায়বেটিস রোগের 'কারন' তিনি খুঁজে পেয়েছেন। Intestinal Alkaline Phosphatase নামের একটি এনজাইমের ঘাটতি থেকেই এই অসুখ হয় বলে তিনি দাবী করেন। আরও বলেন যে, যেহেতু চর্বি বেশী খেলে ওই এনজাইম কমে যায়, তাই ডায়বেটিসের কারন আসলে চর্বি খাওয়া বলেই প্রতীয়মান হয়। আমি এতে বিভ্রান্ত হয়ে, তার গবেষণাটি প্রফেসর ডঃ টিম নোকস এর কাছে পর্যালোচনার জন্য পাঠাই এবং এই ভিডিওতে, তিনি যে জবাব দিয়েছেন, তাই আপনাদের জানাচ্ছি।

Loading comments...