হার্ভার্ড এর সঃ প্রফেসর ডাঃ ক্রিস পাল্মার বলছেন, মনোরোগ চিকিৎসায় কিটো ডায়েট প্রমানিত ও কার্যকর

2 years ago
1

বাংলাদেশের অনেক "প্রফেসর" ডাক্তার কিটো ডায়েট নিয়ে মিথ্যা এবং ভুল তথ্য প্রচার করে থাকেন। তাদের অধিকাংশেরই যুক্তি হচ্ছে যে তাদের পাঠ্যপুস্তকে কিটো ডায়েট নিয়ে ভাল কথা লেখা নেই।
প্রফেসর হিসাবে তাদের দায়িত্ব ছিল অতি সাম্প্রতিক গবেষণাগুলো যাচাই করে, তাদের ছাত্র/ছাত্রীদের মধ্যে নতুন তথ্য গুলো প্রচার করা, পাঠ্যপুস্তকে নতুন এই গবেষণার তথ্যগুলো সংযুক্ত করা; কিন্তু অধিকাংশই যেন প্রফেসর শব্দটির অর্থই বুঝতে পারেন নি! আমার অভাগা দেশ!

এই ভিডিওতে হার্ভার্ড মেডিক্যাল স্কুলের সহকারি অধ্যাপক এবং স্বনামধন্য মনোরোগ চিকিৎসক ডাঃ ক্রিস পাল্মার দাবি করলেন যে যুক্তি এবং উপাত্ত বিবেচনা করে, মৃগী রোগের চিকিৎসায় ব্যবহৃত কিটো ডায়েট, মনোরোগীদের জন্যেও নির্ভরতার সাথে ব্যবহার করে সুফল পাওয়ার আশা করা যায়।

তথ্য উৎসঃ https://youtu.be/xjEFo3a1AnI

Loading comments...