ক্যান্সার বিজয়ী এবং উপদেষ্টা জেন ম্যাক্লাল্যান্ড কথা বলছেন কেয়ার অঙ্কলজি ক্লিনিক প্রটোকল বিষয়

2 years ago
1

অস্ত্রোপচার, কিমো এবং রেডিও থেরাপি অহরহ ব্যবহার হলেও, ক্যান্সার চিকিৎসায় এদের সফলতার মাত্রা খুব সীমিত। এর উপরে আছে এই চিকিৎসাগুলোর আকাশ ছোঁয়া মূল্য, যার কারণে অধিকাংশ ক্যন্সার রোগী চিকিৎসার চেষ্টাও করতে পারেন না।
অথচ খাদ্য অভ্যাস পরিবর্তন এবং অন্য অসুখের জন্য বহুল ব্যাবহৃত অতি সস্তা ঔষধ দিয়ে ক্যান্সার রোগের চিকিৎসার চেষ্টা করা যেতে পারে। অনেকে এই উপায় ব্যবহার করে সেরেও যাচ্ছেন। প্রচলিত চিকিৎসার পাশাপাশি সহায়ক চিকিৎসা হিসাবে করা যায় বলে, মুল চিকিৎসা বন্ধ রাখারও কোন প্রয়োজন নেই।

Loading comments...