[বাংলা] ক্যান্সার সারাতে উপোষ - প্রফেসর ডঃ ভাল্টার লঙ্গো'র গবেষণায় গরিব রোগীদের জন্য নতুন আশা

2 years ago

[বাংলা] ক্যান্সার সারাতে উপোষ - প্রফেসর ডঃ ভাল্টার লঙ্গো'র গবেষণায় গরিব রোগীদের জন্য নতুন আশা

উপোষ করলে, আমাদের দেহের সুস্থ্য কোষগুলো নিজেদের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করে এবং কোষের ভেতরে কোন ক্ষতিকর পদার্থকে ঢুকতে দেয় না। অন্য দিকে ক্যান্সার আক্রান্ত কোষ এই কাজ করতে পারে না। ফলে, তারা উপোষ অবস্থায় কিমোথেরাপি নিলে, বেশি মাত্রায় কিমো নিয়েও পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয় না। রোগী থাকে অপেক্ষাকৃত সুস্থ্য এবং ক্যান্সার টিউমার ক্ষতিগ্রস্ত হয় ভীষণভাবে।
এই ভিডিওতে প্রফেসর ডঃ ভালটার লঙ্গো বিষয়টি বুঝিয়ে দিয়েছেন।

উৎসঃ https://youtu.be/1sBMl4SU8eU

Loading comments...