ঔষধে দুশ্চিকিত্স্য ২৮ জন মানসিক রোগীকে কিটোজেনিক ডায়েট করানোর ফল কি হল, জানেন? #কিটো-সচেতন হোন!

2 years ago

অতি সাম্প্রতিক গবেষণা যা ২০২২ সালে প্রকাশিত। ফ্রান্সের একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হওয়া রোগীরা, যারা ঔষধ খেয়েও আর কোন উপকার পাচ্ছিলেন না, তাদেরকে পরীক্ষামূলকভাবে কিটোজেনিক ডায়েট করানো হয়। এই গবেষণার জন্য গুরুতর বিষণ্ণতা, বাইপোলার এবং সিজোফ্রেনিয়া আক্রান্ত ৩১জন রোগীকে বেছে নেয়া হয়। ৩ জন দুইসপ্তাহের মধ্যেই আপত্তি জানিয়ে বলেন যে বিভিন্ন কারনে তারা এই ডায়েট করবেন না।
বাকি ২৮ জন সফলভাবে পরীক্ষার পুরো সময়, প্রচলিত চিকিৎসার পাশাপাশি কিটোজেনিক ডায়েট করলেন।
ঔষধে আর কাজ হচ্ছিল না এমন রোগীদের ক্ষেত্রেও ফল দেখে গবেষকগন অবাক হয়ে গেলেন।

তথ্য উৎসঃ
গবেষণাঃ http://www.frontiersin.org/articles/10.3389/fpsyt.2022.951376/full
ডায়েটডক্টর ভিডিওঃ https://youtu.be/Z_M2kUSyVao

Loading comments...