গবেষণা না বুঝে কিটো ডায়েট নিয়ে বিশেষজ্ঞের জুজুর ভীতি ছড়ানোর হাস্যকর চেষ্টা এবং আমার প্রতিক্রিয়

2 years ago

গবেষণা না বুঝে কিটো ডায়েট নিয়ে বিশেষজ্ঞের জুজুর ভীতি ছড়ানোর হাস্যকর চেষ্টা এবং আমার প্রতিক্রিয়া।

মুল ভিডিওঃ https://www.facebook.com/watch/?v=363042552630078
সেখানে উল্লিখিত (ইঁদুরের উপর করা) গবেষণাঃ https://www.nature.com/articles/s41392-020-00411-4

ইঁদুরের উপর করা অন্য গবেষণা যা উল্টো ফল দেখিয়েছেঃ https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7069456/

আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির করা পর্যালোচনা মূলক গবেষণাঃ https://www.jacc.org/doi/10.1016/j.jacc.2020.12.065

এই ভিডিও আপনাদের সামনে প্রকাশ করার আগে, আমি মোরশেদ সাহেবের সাথে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ করি এবং তাকে এই অমার্জনীয় ভুল (অথবা মিথ্যা) ভরা ভিডিওটি সরিয়ে ফেলে, নিজের ভুল স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করতে অনুরোধ করি। অন্যথায় আমি ওনার ভিডিওর রিভিউ প্রকাশ করতে বাধ্য হব, সে কথা পরিষ্কার জানিয়ে দেই। বুঝতেই পারছেন যে তিনি আমার সদিচ্ছার মূল্য বোঝেন নি। ওনার ভিডিওটি দেখলে এবং দায়িত্বহীনভাবে ভিত্তিহীন মত প্রকাশ বিবেচনা করলে, এই কথা সহজেই প্রতীয়মান হয় যে, ডাক্তার হবার মত দায়িত্বজ্ঞানের ওনার অভাব রয়েছে।

Loading comments...