Chap Nai | Lyrics | Tabib Mahmud | Rana GullyBoy | Bangla Rap Song 2020 | Deshi Hiphop | LyricaMusic

2 years ago
21

Chap Nai Lyrics is Bangla Rap new song sung by Gullyboy Rana and Tabib Mahmud.This Song Is Sung By Tabib Mahmud.This Song Lyrics & Tune Created by Tabib Mahmud. Download Chap Nai Mp3 song Lyrics in Bangla and English.

Song Credits

Song Name : Chap Nai (চাপ নাই)
Singer : Tabib Mahmud | Rana
Lyrics : Tabib Mahmud
Label : Tabib Mahmud
Main song link - https://youtu.be/UqMWgsWH7RU
Chap Nai Lyrics By Tabib Mahmud in Bengali

এই আমি রানা গাল্লি বয়
থাকি চুপচাপ
আমি ভাঙ্গা লাঠি দিয়া
মারি বড় বড় সাপ,
এটা কামরাঙ্গির চর
টেম্পারেচার বেশি আছে
চার ডিগ্রি জ্বর ঢাকা
কাপে থর থর।
লাগে এক বলে ছয় রান
মাঠে সাকিবাল হাসান
আরে জয় পরাজয়ের
মাঝে এতই ব্যবধান
পুরা গ্ল্যালারির চাপ
আর আমি চাপের বাপ
বিশাল ছক্কা মাইরা দিছি
মাইপা সব খাপে খাপ।
শুভ্র ভাই নিলো নেতা
নেতা ভাব
নিচে হাফ প্যান পরা
মুখে পাইপ হাতে ডাব
আবার মুখ দিয়ে বিপ মারে
মাঝে মাঝে দম ছাড়ে
চাপ খাইয়া বাপ ডাকে
হিপহপ সং ছাড়ে
ঠিক আবার টক্কর নেই
কেউ করেনা মাফ
আবার চেকিং দিয়ে ফাইভস্টারে
টয়লেট করে সাফ
পুরা জিবনটা যা মুখে
ফ্যাক ফ্যাক হাসি
আরে চাপ নাই ভায়া
আমি তোরে ভালোবাসি।

চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ
আরে চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ..(x2)

আকাশ ভরা তারা আমার
চাদ বাগানে বাশ
যদি বাধ বাইন্দা তমি কইতা
গলায় দিছে ফাশ
সেটি মহা সর্বনাষ
অল্প বিদ্য ভয়ংকারি
অহংকারি দাষ
আজ জ্ঞানি হয়ছে তাশ
আরে চোরের মার বড় গলা
গৃহস্তের একদিন
আধুনিক পোলাপান ঘোলায়
ফেলছে রাত দিন
রুটির উপর সবজি দিয়া
নাম দিছে পিজ্জা
গরমে আরামে স্বরমে ভুইলা
বয়ে বয়ে পড়ছে লজ্জা
ধর তকতা মার পেরেক
বোঝা বড় টাফ
ভালোবাসা চাইলাম ফুল
তুমি দিলা আমায় হাফ
আমার হাসি খুশি মুখ
তবু বাশি হয়না মন
তাই চাপে খেলি ভালো
ভুলি কালো আবরন
আরে নাম যার চাপ নাই
তার চাপ সিমাহীন
চামের উপর বামে যাইয়া
চাপ খাইছে আলাদিন
চেরাগাতে ধরায় দিয়া
দৈত্য মামা হাওয়া হয়
চাপ নাই পেরা চাপ নাই ভায়া
লবন ছাড়া রোষ্ট ফেসবুকে
ছোট কইরা ছবি দিছে পোস্ট
যার ক্যাপশন নেই
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নেই
বাইকে বিশ্বাস করলে কোন
টেনশন নেই।
আরে,লবন ছাড়া রোষ্ট ফেসবুকে
ছোট কইরা ছবি দিছে পোস্ট
যার ক্যাপশন নেই
আমার অভিধানে চাপ নেয়ার
অপশন নেই।
আরে নাই নাই নাই কোন টেনশন নাই।

আরে চাপ নাই,নাই,নাই চাপ
তোমরা যারে চাপ কও
আমি তার বাপ..(x4)

Loading comments...