Biday | HIGHWAY | Lyrics | Unplugged | Unreleased | Lyrica Music

3 years ago
3

✅Click the 🔔 to stay updated on the latest uploads!
👍 Thumbs Up if you like this video.
❤️Thank you! ❤️

I Do Not Own The Music

For updates, follow: https://www.facebook.com/BandHighWay
Youtube Channel : https://www.youtube.com/channel/UC8JqogDT1PfvE4v86vkxWJA

Lyrics

সময় বদলায়, কেন বদলায় না অনুভুতি,
সাদা-কালো বর্তমান, তবু কেন রঙিন বিস্মৃতি,
মায়াবি রাতে একসাথে দেখেছিলাম পূর্ণ চাঁদ,
মায়াবি জলে স্মৃতির নৌকা আজো বাতাসে দোলে,

আপন হইনি, তবু কেন আপনের অভিনয়,
ভাবনি আমায়, বন্ধু, তবু কেন, বেদনাময় আজ এ বিদায়...
আজ এ বিদায়, যেন শুধু আমারই হয়।

ভারায় করা, তিন চাকার সবুজ ছোট্ট গাড়ি,
সেই গাড়িতে, দিয়ে আসব তোমায় বাড়ি,
সন্ধে হলেই, গানে গানে তোমার আরো একটু কাছে,
তোমার ডানায়, আমার স্পর্শ, কি আজো লেগে আছে ?

আপন হইনি, তবু কেন আপনের অভিনয়,
ভাবনি আমায়, বন্ধু, তবু কেন, বেদনাময় আজ এ বিদায়...
আজ এ বিদায়, যেন শুধু আমারই হয়।

দেখবো তোমায় কালো জলের শাপলা বিলে, পাতার ভাঁজে।
সাজাবো তোমায় তোমার প্রিয় দোলনচাঁপায় সেই পুরনো সাঁজে !
আমার গানে যেন খুজে নাপাও তুমি কোন অর্থ,
গাছ থেকে ছেড়া ফুল, হয়ত মূল্যহীন, তবু জীবন্ত !

আপন হওনি, তবু কেন আপনের অভিনয়,
ভাবনি আমায়, কভু বন্ধু, তবু কেন, বেদনাময় আজ এ বিদায়...
আজ এ বিদায়, যেন শুধু আমারই হয়ে রয়।
--- ইথার

Loading comments...