আনমোল আমবানির লকডাউন-বিরোধী নিবেদন

3 years ago
381

কোভিডের নামে মানুষের ইতিহাসে সর্ববৃহত জনসম্পদের হাথবদল হচ্ছে। গরীবের ধন ধনীরা লুণ্ঠন করছে। জনসাধারণের শ্বাধীনতা, নিজের ক্ষমতা অনুযায়ী জীবন যাপন করার অধিকার এবং তাদের শ্বাধীনচিন্তা, সব অপহরণ করা হচ্ছে কোভিডের ছুতোয়। এসব কথা আমাদের মত লোকেরা অনেক দিনই বলছে, যদিও জনসাধারণের বেশির ভাগ তা শোনার বদলে টিভি, ও সরকারের মিথ্যেকে বিশ্বাষ করে আসছে। বড় শিল্পপতিদের পরিবার থেকে এর বিরোধীতা আগে কোথাও শুনিনি। তাই আজ অনিল আমবানির বড় ছেলের বিরোধমুলক উক্তিকে উল্লোখযোগ্য মনে করে এই ভিডিও তৈরি হয়।

Loading comments...