ভবানী প্রসাদ মজুমদারের লেখা "বিলের বুদ্ধি " II অঙ্গিরা সাঁই

3 years ago

কবিতা:- "বিলের বুদ্ধি "
কবি :- ভবানী প্রসাদ মজুমদার
আবৃত্তি-অঙ্গিরা সাঁই

মাকে ডেকে বললে সেদিন
সাত বছরের বিলে
সত্যি বল কোত্থেকে মা
আমায় এনেছিলে ?
মুচকি হেসেই মা বললে
চড়ক পুজোর দিনে
নিউমার্কেট থেকেই তোকে
এনেছিলাম কিনে।

বললে বিলে চড়ক পুজোয় ?
ঠিক ধরেছি আমি
বুদ্ধি আমার আছে
যতই করি মা বাঁদরামি

ছিঃ ছিঃ এতই কৃপণ তুমি
চৈত্র মাসের সেলে
সস্তা দামে রিডাকশনে
আনলে কিনে ছেলে
তাই মা আমার আঙুল গুলো
এমন ছোট বড়
হাফ দামেতে কিনলে জিনিস
হবেই এমন তর।

Loading comments...