জয়িতা গোস্বামীর লেখা "গোল্লাছুট " II অঙ্গিরা সাঁই

3 years ago

মিস দিয়েছে ডিক্টেশন
কতরকম ঝকমারি।
গ্রেডের খাতায় "ডি " পেয়েছ
আমার কি দোষ ?কি করি ?

বলেছিলো "লেখো দেখি ,
রানীর গলায় রত্নহার "
ব -এর নিচে গোল্লা দিলে
হয়েই যেত চমৎকার।

কিন্তু আমি "ড " -এর নিচে
দিলাম এঁকে গোল্লাছুট ,
মা বলেছে সব কটা আজ
গুঁড়িয়ে ছাতু হরির লুট।

কোথায় পাবো বন্ধু সারস
ভয়েই আছি এ যাত্রা
বড়োরা কি মেনে চলে
লেখার সময় কথার বোলে
কোথায় পরে ক মাত্রা ?

Loading comments...