"কুমোর পাড়ার গরুর গাড়ি" || Kumor Parar Gorur Gari" || Robindra Nath Tagore || Angira Sain

3 years ago
1

"কুমোর পাড়ার গরুর গাড়ি"

কুমোর পাড়ার গরুর গাড়ি-
বোঝাই-করা কলশি হাঁড়ি ..।
গাড়ি চালায় বংশীবদন
সঙ্গে-যে যায় ভাগ্নে মদন ..।
হাট বসেছে শুক্রবারে
বক্সিগঞ্জে পদ্মাপারে ..।
জিনিসপত্র জুটিয়ে এনে
গ্রামের মানুষ বেচে কেনে ..।
উচ্ছে বেগুন পটল মুলো,
বেতের বোনা ধামা কুলো,
সর্ষে ছোলা ময়দা আটা,
শীতের রাপার নকশাকাটা,
ঝাঁঝরি কড়া বেড়ি হাতা,
শহর থেকে সস্তা ছাতা ..।
কলশি ভরা এখো গুড়ে
মাছি যত বেড়ায় উড়ে ..।
খড়ের আঁটি নৌকা বেয়ে
আনল ঘাটে চাষির মেয়ে ..।
অন্ধ কানাই পথের প'রে
গান শুনিয়ে ভিক্ষা করে ..।
পাড়ার ছেলে স্নানের ঘাটে
জল ছিটিয়ে সাঁতার কাটে ॥

Loading comments...