From three to four! Ranbir-Alia are becoming parents to their second child!

1 month ago
47

তিন থেকে এবার চার হওয়ার পালা!

দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন রণবীর-আলিয়া!

ইতিমধ্যেই ঠিকঠাক হয়ে গিয়েছে নাম!

কবে আসছে সুখবর?

দেখুন

ভাট-কাপুর পরিবারের ‘নয়নমণি’ খুদে রাহা। তাঁকে ঘিরেই রণবীর-আলিয়ার জীবন। রাহাকে নিয়ে নিত্যদিন ‘দিদা-ঠাকুমা’ সোনি-নীতুর ঝগড়া লেগেই থাকে! আলিয়া আবার সম্প্রতি জানিয়েছেন, ‘মেয়ের জন্মের পর থেকে নাকি রণবীর কাপুর একেবারে বদলে গিয়েছেন।’ একসময়ে যে ছেলেকে ‘রমণীমোহন’ বলা হত, সে এখন দায়িত্ববাণ বাবা। অন্যদিকে রাহার জন্মের পর থেকে মা-বাবা রণবীর-আলিয়ার ফিল্মি কেরিয়ারের বৃহস্পতিও তুঙ্গে। একের পর এক বিগ বাজেট সিনেমা করছেন তাঁরা। এসবের মাঝেই দ্বিতীয় সন্তান চাইছেন তারকা দম্পতি! আলিয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তেমনই ইঙ্গিত মিলল।

তাহলে কি খুদে রাহা এবার দিদি হচ্ছে? সম্প্রতি জয় শেট্টির পডকাস্টে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই অভিনেত্রী জানান, পুত্র সন্তানের জন্যেও একটি নাম ঠিক করে রেখেছেন তাঁরা। রাহার নামকরণ করেছিলেন ঠাকুমা নীতু কাপুর। সেই সময়েই পুত্র সন্তানের নাম ভেবে রেখেছিলেন রণবীর-আলিয়া। অভিনেত্রীর কথায়, ভবিষ্যতে যদি আমার ছেলে হয়, তাহলে সেই নামটাই রাখব। কখন ঘটল এসব? আলিয়া বলছেন, “আমি আর রণবীর যখন মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন ফ্যামিলি গ্রুপে বেশ কয়েকটা নামের প্রস্তাব দিয়েছিল সকলে। সেখান থেকেই একটি পুত্র সন্তানের নাম আমার আর রণবীরের ভালো লেগে যায়। আমার শাশুড়ি তখনই মেয়ে হলে ‘রাহা’ নাম রাখার প্রস্তাব দেন। উনি বলেছিলেন, পুত্রসন্তানের নামের সঙ্গে এটা খুব ভালো মিলে যাবে। ভবিষ্যতে দুই সন্তানের নামও তাহলে মিলে যাবে। তখনই আমি আর রণবীর এক ছেলে এবং এক মেয়ের নাম ঠিক করে রেখেছি।” সেই নামটি অবশ্য এখনই জানাতে নারাজ আলিয়া, তবে তাঁরা যে দ্বিতীয় সন্তানের পরিকল্পনায় রয়েছেন, সেই ইঙ্গিত বেশ পাওয়া গেল।

২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর-আলিয়া। সেই বছরেরই ৬ নভেম্বর রাহা জন্ম নেয়। তার বয়স এখন আড়াই। কাপুর পরিবারের মেয়ে বলে কথা! দুই পিসি করিশ্মা-করিনাদের ম্যাজিকে মুগ্ধ হয়েছেন এযাবৎকাল অনুরাগীরা। অন স্ক্রিন, অফ স্ক্রিন সবেতেই কাপুর সিস্টার্সরা হিট। খুদের বাবা রণবীর কাপুরও অবশ্য কম যান না। কাপুরনন্দনের ক্যারিশ্মায় হৃৎস্পন্দন বাড়ে তরুণীদের। মা আলিয়া ভাটও তাই। তবে বর্তমানে নিত্যদিন খবরের শিরোনামে রাহা কাপুর। মাত্র ২ বছর বয়সেই মিষ্টি আচরণে সকলের থেকে লাইম লাইট কেড়ে নিয়েছে সে। এবার কি সেই খুদেরই ভাই-বোন আসতে চলেছে? উত্তরটা অবশ্য পাওয়া যাবে সঠিক সময়।

Loading comments...