Priyo Maloti (2024)

15 days ago
8

'প্রিয় মালতী' হলো চরকি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত একটি উল্লেখযোগ্য বাংলা সিনেমা, যা সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এই সিনেমার মাধ্যমে মেহজাবীনের বড় পর্দায় অভিষেক ঘটে।

গল্পের সংক্ষেপ:

পলাশ ও মালতীর ছোট্ট সংসারকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত। পলাশ একটি দোকানের কর্মচারী এবং মালতী অন্তঃসত্ত্বা। বিবাহবার্ষিকীতে তারা নৌকায় ঘুরতে যায়, কেক কাটে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখে। মালতী পলাশকে সেলাই মেশিন কিনে দেওয়ার কথা বলে, যাতে সে সেলাই করে ফ্যাক্টরি গড়ে তুলতে পারে। পলাশও ঠেলাগাড়ি কিনে লেইস-ফিতা বিক্রির স্বপ্ন দেখে। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় পলাশ নিখোঁজ হয়, যা তাদের জীবনের মোড় পরিবর্তন করে।

Loading comments...