How to Export from Bangladesh & Start a Business

17 hours ago
45

"How to Export from Bangladesh & Start a Business" কোর্সের উদ্দেশ্য। এই কোর্সে প্রথমত তুলে ধরা হয়েছে কিভাবে ERC সার্টিফিকেট দিয়ে রপ্তানিমুখী কোম্পানি তৈরি করা যায়। এছাড়া রপ্তানির জন্য ব্যাংক, Shipping Agent, Clearning এবং Forwarding Agent এবং ক্রেতাদের সাথে যোগাযোগ করার প্রক্রিয়াও তুলে ধরা হয়েছে এই কোর্সে। এই কোর্সের বৈশিষ্ট্যগুলি হল-

বৈশিষ্ট্য ১: এই কোর্সটিতে রয়েছে Export from Bangladesh & Start a Business-এর উপর মোট ২৮টি লেসন।
বৈশিষ্ট্য ২: এই কোর্সে আলোচনা করা হয়েছে রপ্তানির জন্য সম্ভাব্য আন্তর্জাতিক ক্রেতা খুঁজে বের করার বিভিন্ন কৌশল নিয়ে।
বৈশিষ্ট্য ৩: এই কোর্সে আলোচনা করা হয়েছে সম্ভাব্য ক্রেতার কাছে পণ্যের নমুনা পাঠানোর উপায় নিয়ে।
বৈশিষ্ট্য ৪: বিক্রয়ের পরে ক্রেতার কাছ থেকে আপনার অর্থ আনতে নিরাপদ ব্যাংকিং Payment Channel-গুলির ব্যবহার নিয়ে আলোচনা।

Loading comments...