English for Daily Life

6 days ago
70

কোর্সের বৈশিষ্ট্যগুলি হল-

বৈশিষ্ট্য ১: এই কোর্সটিতে রয়েছে English for Daily Life-এর উপর মোট ১০টি লেসন।
বৈশিষ্ট্য ২: এই কোর্সটি মূলত তাদের জন্য যারা একদমই ইংরেজি জানেন না, কিন্তু কাজের প্রয়োজনে দেশে বা বিদেশে ইংরেজিতে কথা বলার প্রয়োজন হয়ে থাকে।
বৈশিষ্ট্য ৩: এই কোর্সে বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে কথোপকথন একদম সহজ বাংলায় বুঝিয়ে দেওয়া হয়েছে, যে কারণে ইংরেজির কোন Basic না জানলেও এই কোর্সটি আপনি করতে পারবেন।
বৈশিষ্ট্য ৪: এই কোর্সের ৯টি লেসনে ৯টি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা তুলে ধরা হয়েছে এবং ১টি বোনাস লেসন রয়েছে Vocabulary শেখার জন্য।

Loading comments...