কর্ণাটকের হিজাব নিষেধাজ্ঞা কীভাবে মুসলিম মেয়েদের শিক্ষাকে ব্যাহত করেছে

5 days ago
5

কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞা মুসলিম মেয়েদের শিক্ষায় গভীর প্রভাব ফেলেছে, যার ফলে ব্যাপক হারে শিক্ষার্থী ঝরে পড়ার ঘটনা ঘটেছে। এই নীতির কারণে ২,৪০০-এরও বেশি হিজাব পরা শিক্ষার্থী প্রি-ইউনিভার্সিটি কলেজ ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এটি একটি শত্রুতাপূর্ণ পরিবেশ তৈরি করেছে এবং তাদের শিক্ষার সুযোগ সীমিত করেছে। এই পরিস্থিতি সকল শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষামূলক ব্যবস্থার জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

# সকলের_জন্য_শিক্ষা # হিজাব_নিষিদ্ধকরণ # অধিকারের_পক্ষে_দাঁড়াও

Loading comments...