আসিফা বানুর প্রতি: বিশ্বব্যাপী মুসলিমদের মধ্যে ন্যায়বিচার ও ঐক্যের আহ্বান

2 days ago
5

সাত বছর আগে, এই দিনে, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে আসিফা বানু নামে এক আট বছর বয়সী মুসলিম মেয়েকে একটি হিন্দু মন্দিরের ভিতরে এক হিন্দু পুরোহিত ও তার সঙ্গিরা অপহরণের পর ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে। তার অকাল মৃত্যু পৃথিবীজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং ভারতে মুসলিম সংখ্যালঘুরা যে দুর্বলতার সম্মুখীন হয় তা তুলে ধরে। আমরা যেমন আসিফাকে স্মরণ করি, তার গল্প লিঙ্গ-ভিত্তিক সহিংসতা এবং অবিচারের বিরুদ্ধে চলমান লড়াইয়ের একটি মর্মস্পর্শী অনুস্মারক হিসাবে কাজ করে।

Loading comments...