Premium Only Content
'কিশোরী' ! উচ্ছ্বসিত দেব-নিসপাল। 'তুমুল' ভাইরাল কিশোরী! দেবের পাশে এটি কে?
'কিশোরী' The Taste of Bengal ! উচ্ছ্বসিত দেব-নিসপাল।
'তুমুল' ভাইরাল কিশোরী!
'আমূল' দিল সিলমোহর!
দেবের পাশে এটি কে?
মাত্র ২৮ দিনে ইউটিউবে ৫ কোটি ভিউজ! ইনস্টাগ্রাম জানাচ্ছে, ৮ লাখের বেশি মানুষ গানে রীল বানিয়েছেন। পোস্টারে লেখা দশকের সবচেয়ে বড় গান, 'কিশোরী'। ঋতম সেনের লেখা রথিজিৎ ভট্টাচার্যর সুরে গানটি গেয়েছেন রথিজিৎ এবং অন্তরা মিত্র।
'খাদান' মুক্তির বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল 'কিশোরী'। আর প্রথম থেকেই সেই গান নজর কেড়ে নেয় দর্শক, শ্রোতাদের।
'কিশোরী'র সাফল্য নিয়ে দেব পোস্টে লেখেন, 'এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।' শুধু গান কেন তার সঙ্গে গানের দৃশ্যও বেশ মানানসই। একে অপরের কাছে মনপ্রাণ সঁপে দিয়েছেন দেব-ইধিকা। কালো খাদান আর রঙিন পোশাকে আরও উজ্জ্বল মধু-লতিকা।
এমন রোমান্টিক সিনে দর্শক সরাতে পারেনি দর্শক। শুধু দর্শক নয়, এবার 'কিশোরী' চোখ টানল দেশের জনপ্রিয় ফুড ব্র্যান্ড, আমূল-এরও। শুক্রবার সকালে 'আমূল বাংলা'-র ফেসবুক পেজ থেকে প্রকাশিত হল এক বিজ্ঞাপনী পোস্টার। তাতে রয়েছেন দেব এবং ইধিকা। তবে একেবারে 'আমূলরূপী' চেহারাতে। উঠে এসেছে 'কিশোরী'র দৃশ্যই। ঢোল বাজাচ্ছে মধু আর পাশে কোমরে হাত দিয়ে দুলছেন লতিকা। বড়-বড় করে লেখা , বাংলার ভাইরাল কিশোরী! ক্যাপশনে লেখা—রেকর্ড সাফল্যে নজির গড়ল 'খাদান'।
দেব (begali film, tollywood, dev actor )অবশ্য অপেক্ষা করেননি, ছবি পোস্ট হতেই তা শেয়ার করে দিয়েছেন নিজের ফেসবুক ওয়ালে। উপচে পড়ছে দর্শকদের কমেন্ট। 'দ্য ওয়াল'-কে দেওয়া সাক্ষাৎকারে দেব জানানও যে প্রায় ৮-১০ বছর পর মন খুলে কোনও ছবিতে নাচলেন তিনি। তাঁর বক্তব্যে সমর্থনও করেন, সহ-অভিনেতা যিশু সেনগুপ্তও।
তবে এ প্রথম নয়, আগেও আমুলের বিজ্ঞাপনে উঠে এসেছে, ছবির প্রসঙ্গ। শিবপ্রসাদ-নন্দিতার ছবি 'বেলাশেষ' মুক্তি পাওয়ার পর এমন এক ছবি দিয়ে মানুষের মনকে স্পর্শ করেছিল আমাদের সকলের প্রিয় আমূল।
এবার খাদানের সাফল্যে আমূল দিলো সারপ্রাইজ। 'কিশোরী -দ্য টেস্ট অফ বেঙ্গল' -এ উচ্ছ্বসিত দেব থেকে নিসপাল।
বক্স অফিসে দাবানলের গতিতে ছুটছে খাদানের বক্স অফিস কালেকশন। ৩ জানুয়ারি শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল দেব-ইধিকা-যীশু অভিনীত খাদান। মুম্বই, দিল্লি, পুণে, হায়দরাবাদ সহ ৯টি রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পেল খাদান। দেবভক্তরা এবার হলে বসে খাদান দেখার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন। ২০ ডিসেম্বর ছবি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে খাদান ঝড়।
রায়গঞ্জে রাত আড়াইটের শো হাউজফুল, যা বাংলা সিনেমার ক্ষেত্রে নজির গড়েছে। অ্যাকশন মুখর ছবিতে দর্শককে রোম্যান্সের স্বাদ দিতে রয়েছে 'কিশোরী'। যে গান এখন ৮ থেকে ৮০ সকলের মুখে মুখে। আমূলের তরফে 'The Taste of Bengal' তকমা পেল কিশোরী।
খাদানের সাফল্যের মুকুটে এভাবেই জুড়ল নতুন পালক। আমূল-এর বিজ্ঞাপনীতে ফুটে উঠেছে কিশোরাী গানের দৃশ্য। যেখানে মধুর হাতে ঢোল আর লতিকা নাচছে কোমড় দুলিয়ে। খাদানে দেব-ইধিকার মাখমাখ প্রেমের রসায়নকে ছাপিয়ে গিয়েছে 'কিশোরী' গানের জনপ্রিয়তা। বর্ষবরণের রাতেও ইতিউতি শোনা গিয়েছে কিশোরীর ধুন। এবার জাতীয় খাদ্যপ্রস্তুতকারক সংস্থা আমূলের বিজ্ঞাপনেও ঠাঁই পেল মধু-লতিকার নাচের ভঙ্গি।
আমূলের বিজ্ঞাপনে কিশোরী গানের ঝলকে খুশি দুই প্রযোজনা সংস্থা। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মসও নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে এই বিজ্ঞাপনটি শেয়ার করেছেন। সুরিন্দর এই পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'এবার আমরা আনুষ্ঠানিকভাবে কিশোরীকে বলতে পারি দ্য টেস্ট অফ বেঙ্গল।' শেষে একটা লাভ ইমোজি।
বেঙ্গল ট্যুর করে খাদানের অভিনব প্রচার সেরেছেন দেব। এখনও প্রচার চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় হল ভিজেটে যাচ্ছেন। সেখানে বক্তদের সঙ্গে সেলফিতে মাতোয়ারা সুপারস্টার। ২ জানুয়ারি খাগানের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে ছিল তারকাদের চাঁদের হাট। প্রসেনজিৎ-ঋতুপর্ণা-ইধিকা-সুজিত-রুক্মিণীকে নিয়ে কেক কেটে খাদানের সাফল্য সেলিব্রেট করেছেন দেব।
-
LIVE
Twins Pod
1 hour agoHe Left The RAP Industry To Make Christian Music! | Twins Pod - Episode 48 - Bryson Gray
1,606 watching -
1:30:05
The Quartering
3 hours agoSupreme Court RULES On TikTok Ban, Kamala Harris At Rock Bottom & Brawls Break Out At Costco!
37.7K10 -
1:36:11
Tucker Carlson
3 hours agoSean Davis: Trump Shooting Update, & the Real Reason Congress Refuses to Investigate
140K69 -
2:55:32
The Dana Show with Dana Loesch
4 hours agoTHE END OF TIKTOK | The Dana Show LIVE On Rumble!
7.62K5 -
1:22:57
The Criminal Connection Podcast
4 hours ago $0.19 earnedPADDY DOHERTY: Dougie Joyce RESPONSE! Bare Knuckle Fighting, Sausage Fests & Assassination Attempts
6.15K -
1:57:23
The Charlie Kirk Show
4 hours agoConfirmation Mania: Day 4 + AMA | Comer | 1.17.2025
139K44 -
3:30:10
SIEFE
4 hours agoRED DEAD REDEMPTION 2 LIVE!
35.2K2 -
2:08:26
Film Threat
17 hours agoWOLF MAN + PETER PAN'S NEVERLAND NIGHTMARE + MORE GORE! | Film Threat Livecast
29.1K -
34:28
Tudor Dixon
6 hours agoHypocrisy and Accountability in Politics with Sen. Markwayne Mullin | The Tudor Dixon Podcast
45.5K4 -
1:39:18
The Shannon Joy Show
7 hours ago🔥🔥Live EXCLUSIVE With Edward Dowd: Trump CANNOT Stop The Worldwide Economic Collapse🔥🔥
40.9K16