কম্বোডিয়া : সাইবার চক্র যেখানে মানুষ কেনা বেচা হয়

29 days ago
151

কম্বোডিয়া বর্তমানে একটি ভয়ংকর সাইবার চক্রের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে, যেখানে মানুষকে অবৈধ উপায়ে আটকে রেখে জোরপূর্বক সাইবার অপরাধে যুক্ত করা হচ্ছে। এই চক্রের শিকাররা মূলত উন্নত জীবনের প্রলোভনে পড়ে কম্বোডিয়া আসে, কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা মানব পাচার চক্রে জড়িয়ে পড়ে। তাদের বাধ্য করা হয় প্রতারণামূলক কল সেন্টার, অনলাইন স্ক্যাম, এবং অন্যান্য সাইবার অপরাধমূলক কাজে।

এই চক্রের শিকাররা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় এবং কোনোভাবেই পালানোর উপায় খুঁজে পায় না।
#Cambodia #HumanTrafficking #CyberCrime #ModernSlavery #HumanRights #OnlineScams #CyberFraud #GlobalIssues #StopHumanTrafficking #Awareness #ForcedLabor #InternationalCooperation

Loading comments...