Premium Only Content
ভারত ছাড়তে চলেছেন কোহলি?
ভারত ছাড়তে চলেছেন কোহলি?
সপরিবার অন্য দেশে গিয়ে সংসার পাতবেন তিনি!
বিরাট কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড় মন্তব্য করলেন তাঁর ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি জানিয়েছেন, ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান খুব তাড়াতাড়ি ভারত ছেড়ে লন্ডনে পাকাপাকি ভাবে বসবাস শুরু করবেন। দৈনিক জাগরণের এক প্রতিবেদন অনুযায়ী, শর্মা বলেছেন, কোহলি শীঘ্রই ভারত ছেড়ে লন্ডনে চলে যাবে। বিরাট কোহলির লন্ডনে যাওয়ার জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। আন্তর্জাতিক ম্যাচের বিরতির সময় প্রায়ই কোহলিকে লন্ডনের রাস্তায় দেখা যায়। রাজকুমার বলেন, ‘হ্যাঁ, বিরাট লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছে। খুব শীঘ্রই সে ভারত ছাড়বে।’
হঠাৎ করে কেন লন্ডনে যেতে চান কোহলি? তার জবাবে রাজকুমার জানিয়েছেন, সেখানে অনেক স্বাভাবিক ভাবে জীবন কাটাতে পারেন তিনি। সেই কারণেই এই ভাবনা। রাজকুমার বলেন, “লন্ডনে ওর থাকতে ভাল লাগে। ওখানকার পরিবেশ ওদের ভাল লাগে। ভারতে থাকলে যে ভাবে সারা ক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয় সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিক ভাবে জীবন কাটাতে পারে ওরা।”
এখনও খেলা না থাকলে মাঝেমাঝেই লন্ডনে চলে যান কোহলি। তাঁর পুত্র অকায়ের জন্মও সে দেশে হয়েছে। লন্ডনের রাস্তায় পরিবারের সঙ্গে কোহলির ঘুরে বেড়ানোর ছবি দেখা যায় সমাজমাধ্যমের পাতায়। এ বার সেই দেশেই পাকাপাকি যাওয়ার কথা ভাবছেন কোহলি। তবে কবে তিনি ভারত ছাড়বেন সে বিষয়ে কিছু বলেননি রাজকুমার।
বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনই এক দিনের ক্রিকেট থেকে কোহলি অবসর নেবেন না বলেও জানিয়েছেন রাজকুমার। তিনি বলেন, “কোহলি এখনও ফিট। অবসরের বয়স ওর হয়নি। আমি নিশ্চিত, ও আরও পাঁচ বছর খেলবে। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে ও খেলবে। আমি ওকে ১০ বছর বয়স থেকে চিনি। তাই ও কী ভাবছে সেটা আমি জানি। ওর সঙ্গে প্রায়ই আমার কথা হয়।”
অস্ট্রেলিয়া সফরে কোহলি খুব একটা ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খেলতে গিয়ে বারবার আউট হয়ে যাচ্ছেন। তবে এই অসুখ নতুন নয়, শুরু থেকেই চতুর্থ এবং পঞ্চম স্টাম্পের বলের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে আসছেন তিনি। পার্থে প্রথম টেস্টে কোহলি সেঞ্চুরি করেছিলেন কিন্তু পরের দুই ম্যাচে ব্যর্থ হন। শর্মা অবশ্য মনে করেন কোহলি মেলবোর্ন এবং সিডনিতে সেঞ্চুরি করে নিজের মেজাজে ফিরে আসবেন। এদিকে, বুধবার অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। যার পরে জল্পনা রয়েছে যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়ররাও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। শর্মা অবশ্য মনে করেন যে বিরাট কোহলির মধ্যে অনেক ক্রিকেট বাকি আছে এবং তিনি ২০২৭ সালে ভারতের হয়ে তাঁকে ওয়ানডে বিশ্বকাপ খেলার পরামর্শও দিচ্ছেন।
কোহলিকে যদি ঘুরে দাঁড়াতে হয় তার জন্য তাঁকে বাকি দুই টেস্টে রান পেতেই হবে। অবশ্য বিরাটকে রান করার জন্য অফ স্টাম্পের বাইরের বল থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। পার্থে প্রথম ইনিংসে শতরান করে নট আউট ছিলেন বিরাট কোহলি। তারপর থেকে আর রান পাননি। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ১৭ ইনিংস খেলেছেন, রান করেছেন ৩৭৬। ভারতের হয়ে মাত্র ১টি সেঞ্চুরি এবং ১টি হাফ সেঞ্চুরি করেছেন। গাব্বায় ব্যর্থতার পর তাঁর এবছরের ব্যাটিং গড় গিয়ে দাঁড়িয়েছে ২৫.০৬।
-
4:45:11
MoFio23!
16 hours agoNintendo Switch It UP Saturdays with The Fellas: LIVE - Episode #3
75.5K7 -
6:23:10
SquallRush
14 hours agoMarvel Rivals Collab
58.9K1 -
8:36:24
stephengaming94
6 days agofar cry 5 live stream part 3
41.5K2 -
2:03:28
Barry Cunningham
1 day agoTRUMP DAILY BRIEFING: 2 DAYS TO GO - ARE YOU READY FOR HISTORY TO BE MADE?
71.3K123 -
13:41
Tundra Tactical
18 hours ago $11.33 earnedGOA VP Erich Pratt Tells ATF "COMPLY NOW"
90.9K8 -
21:06
BlackDiamondGunsandGear
19 hours agoPSA Dagger Micro Self-Destructs During Shooting! What Happened…
61.7K19 -
6:27:09
Right Side Broadcasting Network
5 days agoLIVE REPLAY: RSBN Pre-Inauguration Coverage: Day Three in Washington D.C. - 1/18/25
300K63 -
25:09
MYLUNCHBREAK CHANNEL PAGE
1 day agoOff Limits to the Public - Pt 2
78.5K77 -
1:36:11
Tucker Carlson
1 day agoSean Davis: Trump Shooting Update, & the Real Reason Congress Refuses to Investigate
370K470 -
5:13
Russell Brand
2 days agoHost GRILLS Pzizer CEO Over Vaccine Efficacy
148K278