দেবের হুঙ্কারে কাপছে বক্স অফিসে! 'জওয়ান' নয় 'খাদান',মুক্তির পরেই প্রেক্ষাগৃহে ঝড়!

14 days ago
12

দেবের হুঙ্কারে কাপছে বক্স অফিসে! 'জওয়ান' নয় 'খাদান',মুক্তির পরেই প্রেক্ষাগৃহে ঝড়!

মধ্যরাতে জমজমাট 'খাদান' ৷

* দেবের হুঙ্কার বক্স অফিসে!

* 'জওয়ান' এর ক্রেজ 'খাদন' এ?

* রাত জেগেছে মানুষ!

শাহরুখ খানের জাওয়ান মুক্তির আগে খানিক এরকমই ছবি ধরা পড়েছিল। রাত জেগেছিল মানুষ রীতিমতো রাস্তায়, শপিং মলে। আর সেই ক্রেজই ধরা পড়ল খাদানের ক্ষেত্রেও।

এ রাজ্যে অতীতে হিন্দি এবং দক্ষিণী ছবির জন্য কাক ভোরে ছবির প্রদর্শন হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টোয় ছিল খাদানের প্রথম শো। ব্যারাকপুরের অমলা সিনেমাতে রাখা হয়েছিল সেটি। আর সবাইকে অবাক করে সেটি রীতিমতো হাউজফুল।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন দেব।
যেখানে দেখা গেল ক্রমাগত বাজছে ঢাক আর ঢোল। অপেক্ষা করছেন খাদান দেখতে আসা দর্শকরা। ভিডিয়োটি শেয়ার করে দেব লিখেছেন, 'খাদানের প্রথম শো সকাল ২টোয়। এই হল পরিস্থিতি। আমি খুব খুশি। রিভিউও শেয়ার করব।'

দু দিন আগেও দেবের অভিযোগ ছিল, পুষ্পা ২-র কারণে নাকি হল পাচ্ছেন না। এর আগেও বাংলা ছবির নির্মাতারা এই একই অভিযোগ করেছেন বহুবার। এমনকী, বহুরূপীর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও জানিয়েছিলেন ভুল ভুলাইয়া ৩ আসতেই তাঁর হাত থেকে বেশ কিছু হল চলে যায়। এমনকী, পুষ্পা ২-র মাঝেও ভালো ব্যবসা করেছে এই সিনেমা।

দেবও এবার ঠিক করেছিলেন হয় এসপার নয় ওসপার! ক্রমাগত তিনি এক্স হ্যান্ডেল থেকে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের কাছে বার্তা দিতে শুরু করেন, কারও বাড়ির কাছের সিনেমা হলে, খাদান না এলে যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি 'শেষ দেখে ছাড়বেন'।

ফার্স্ট ডে ফার্স্ট শো'র রেকর্ড ভেঙে দেওয়ার 'রেকর্ড' গড়ল দেবের 'খাদান'। শুক্রবার রাত 2টো-তেও হাউজফুল 'খাদান'। অন্যদিকে, একই দিনে মুক্তি পেল বাংলার আরও তিনটি সিনেমা। 'সন্তান', 'চালচিত্র' এবং '5 নং স্বপ্নময় লেন'। জনপ্রিয়তা এবং বক্সঅফিস দৌড়ে কে এগিয়ে আর কে পিছিয়ে যাবে তা দেখার দিনও হাজির।

তবে শুরুটা ধীরে হলেও, কম শো পায়নি খাদান। বুক মাই শো-তেই দেবের ছবির ১০০-র বেশি শো-এর বুকিং চলছে। আর শুক্রবার সকাল ৭.৫০-এ, এই প্রতিবেদন লেখার সময়, যার মধ্যে অনেকগুলিই হাউজফুল। দিনের মধ্যেখানে আরও টিকিট বুকিং হবে। এবং শনি ও রবিবার অর্থাৎ ছুটির দিনে আরও বেশি ব্যবসা করবে খাদান। এমনকী, সামনেও লম্বা শীতকালীন ছুটি, বড়দিন-নিউই ইয়ার। বাঙালির কাছেও দেখার মতো ফুল কমার্শিয়াল ঘরনার ছবি। ব্যস! আর পায় কে।

খাদানে কাজ করেছেন দেব, যিশু, ইধিকা ও বরখা বিস্ত। পরিচালনা সুজিত রিনো দত্তর। তবে খাদানকে জোরদার টক্কর দেবে রাজ চক্রবর্তীর সিনেমা সন্তান। এখন দেখার বক্স অফিসে কে হাসে শেষ লড়াই।

মধ্যরাতে কোনও বাংলা ছবির ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ এই প্রথম! সৌজন্যে দেব অভিনীত ছবি ‘খাদান’। অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই সেই শো হাউজ়ফুল।

তবে কলকাতা নয়, এই নজির গড়তে সাহায্য করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ। ইন্টারনেটে দেখা যাচ্ছে ‘খাদান’-এর সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, ওই প্রেক্ষাগৃহে মোট ১৫৯টি আসন রয়েছে। বুধবার ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই, তা অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। ওই প্রেক্ষাগৃহ পরিচালনার দায়িত্বে রয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ।

খাদানের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। আপনারা কে কে খাদানে ইতি মধ্যেই দেখে ফেলেছেন তাও জানাতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন।

Loading comments...