**পর্ব ২: প্রবাসীর কষ্টের কথা**

3 months ago
57

**পর্ব ২: প্রবাসীর কষ্টের কথা**

প্রবাসে গিয়ে একেকজন যেন নতুন এক পৃথিবীতে পা রাখে। সেখানে ভাষা, সংস্কৃতি, খাবার—সবকিছুই যেন একেবারে ভিন্ন। শুরুতে অনেক কিছুই অচেনা, অজানা লাগে। কিন্তু সময়ের সাথে সাথে অভ্যস্ত হতে হয়।

প্রবাসীরা শুধু অর্থ উপার্জন করতে আসে না, তারা নিজেদের দেশ, পরিবার, এবং ভালোবাসার মানুষদের অনেক কিছুর জন্য ত্যাগ করে। একাকীত্ব, দুশ্চিন্তা, দেশের মাটি —এ সব কিছুই তাদের মনকে বিষণ্ণ করে তোলে। কিন্তু অভ্যস্ত হয়ে ওঠা, নিজের এবং পরিবারের জন্য সুখের পথ তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

প্রবাসী জীবন যেমন কঠিন, তেমনি এটি একটি চ্যালেঞ্জ, যা অনেকটা সাহস এবং ধৈর্যের দাবী করে। তবে যখন সফলতা আসে, তখন সেই কষ্টের প্রতিফলন হিসেবে অর্জন আরও মধুর হয়ে ওঠে।

Loading comments...