সুষ্ঠু বিচার নাকি কুসংস্কার? মুসলমানদের প্রতি বিচারপতির আপত্তিকর মন্তব্য

24 days ago
1

অংশঃ ২ - এলাহাবাদ হাইকোর্টের বিচারক, জাস্টিস শেখর কুমার যাদব তার বক্তব্যে মুসলমানদের প্রতি "কাট- মোল্লা" এর মত অপমানজনক শব্দ ব্যবহার করেছেন, এছাড়াও তিনি মুসলমানদের প্রতারক আখ্যা দিয়ে বলেন যে ভারতের জন্য মুসলমানরা ক্ষতিকর। এই ধরনের আপত্তিকর বক্তব্য, যা আগে শুধু অশিক্ষিত জনসাধারণের মধ্যে সীমাবদ্ধ ছিল,এখন শিক্ষিত ব্যক্তিবর্গের এরুপ ভাষার ব্যবহার দেশের বিচার ব্যবস্থায় পক্ষপাত নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। এই মানসিকতার একজন বিচারক কি মুসলমানদের জন্য ন্যায্য বিচার নিশ্চিত করতে পারেন? আপনার মতামত জানিয়ে দিন আমাদেরকে।

Loading comments...