আমার সোনার বাংলা, হৃদয়ের গান

8 days ago
5

শিরোনাম: আমার প্রিয় বাংলাদেশ

আমার সোনার বাংলা, হৃদয়ের গান,
নদী, মাঠ, সবুজে মাখা তোমার প্রাণ।
পাহাড়, সাগর, চিরসবুজ বৃক্ষতলে,
তোমারই কথা গাই আমি দলে দলে।

তোমার মাটি, রক্তে গড়া ইতিহাস,
তোমার বাতাসে গায় প্রেমের উপন্যাস।

Loading comments...