উত্তরাখণ্ডে হালাল মাংস বিক্রিতে হিন্দুত্ববাদী নেতার সাম্প্রদায়িক হয়রানি

2 months ago
1

উত্তরাখণ্ডের রুদ্র প্রয়াগে, হিন্দুত্ববাদী নেতা স্বামী দর্শন ভারতী, হালাল মাংস বিক্রি করাকে কেন্দ্র করে মুসলিম মাংস বিক্রেতা শোয়েবের সাথে অকথ্য ব্যবহার করে তাকে হেনস্তা করেন। পরিস্থিতি আরও বেগতিক হয়ে যায় যখন স্বামী দর্শন ভারতী ও তার সমর্থকরা দোকানটি ভাংচুর করে এবং শোয়েবকে তা বন্ধ করতে বাধ্য করে। তারা হুমকি দেন যে, শোয়েব যদি হারাম এবং হালাল উভয় মাংস বিক্রি করতে রাজি হয় শুধু তাহলেই তিনি পুনরায় দোকান চালু করতে পারবেন, তাদের এই ক্রমবর্ধমান অসহিষ্ণুতা দেশটিতে বিরাজমান সাম্প্রদায়িক বৈষম্যকে আরও গাঁড় রঙে তুলে ধরে।

Loading comments...