Basic Wordpress for Beginner with Theme Customization

3 months ago
26

"Basic WordPress for Beginner with Theme Customization" কোর্সটি WordPress এর সম্পূর্ণ basic একটি কোর্স। এই কোর্সে একটি Domain কেনা থেকে শুরু করে সম্পূর্ণ Website Development শেখানো হয়েছে। এছাড়া Premium WordPress Theme Customization করে কিভাবে দারুন দারুন ই-কমার্স ওয়েবসাইট তৈরী করা যায় তাও তুলে ধরা হয়েছে এই কোর্সে। এই কোর্সের বৈশিষ্ট্যগুলি হল-

বৈশিষ্ট্য ১: এই কোর্সে রয়েছে Basic WordPress-এর উপর মোট ১৯টি লেসন।
বৈশিষ্ট্য ২: যারা Web Design-এ নিজের ক্যারিয়ার গড়তে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন কিছু ভেবে পাচ্ছেন না, তাদের জন্য মূলত এই বেসিক কোর্সটি।
বৈশিষ্ট্য ৩: শুধু মাত্র কম্পিউটার এর Basic Knowledge থাকলেই আপনি এই কোর্সটি ভালোভাবে শিখতে পারবেন।
বৈশিষ্ট্য ৪: এই কোর্সে একটি Domain কেনা থেকে শুরু করে সম্পূর্ণ Website Development শেখানো হয়েছে।

Loading comments...