Purnota || পূর্ণতা || Warfaze || MUSIC WORLD

4 months ago
2

Purnota || পূর্ণতা || Warfaze || MUSIC WORLD

LYRIEX
সেদিন ভোরে বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে
এই শহরে ইটের পাহাড়ে
ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা

যন্ত্রে বাঁধা মন ছিলো ক্লান্ত
অসহায় অর্থে কেনা সুখ
ম্রিয়মান দুঃখের ছায়ায়
সুখের খোঁজে চলি বৃথা

কালো রাতের গান
শোন অনুভবের তান
যা ক্লান্তি মুছে নিয়ে
নেবে তোমায় নতুন ভোরে

আকাশে মেঘ ঘুরে বেড়ায়
কল্পনার ডানায় উড়ে যায়
স্বপ্নেরা ভাঙে গড়ে
হারানোর মাঝে পাই তাকে

অন্ধকারে আলো খুঁজি
দু’চোখে স্বপ্নের ছবি
অর্থের ভিড়ে হারানো মন
এসো খুঁজে নতুন জীবন

কালো রাতের গান
শোন অনুভবের তান
যা ক্লান্তি মুছে নিয়ে
নেবে তোমায় নতুন ভোরে

Loading comments...