নিজের প্রতি বিশ্বাস হারাবেনা

11 months ago
17

নিজের প্রতি বিশ্বাস হারাবেনা
“বিশ্বাসে মিলায় বস্তূ, তর্কে বহুদূর” – আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য (Bangla Gita Bani)। তাই যেটা একবার ঠিক করবেন (গীতার উপদেশ), সেটাই করার চেষ্টা করুন, কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়. “আমি জানি আমি পারবো” – এই কথাটি সব সময় নিজেকে বলুন, দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন।

Loading comments...