অলসতার স্বপ্নে ঘুমন্ত হে মুমিন | চোখ মেলো উঠো প্রিয় রবকে স্মরণ করো | মহাকবি আল্লামা ইকবাল (র)

6 months ago
5

মহাকবি আল্লামা ইকবাল পাঞ্জাবের শিয়ালকোট এ ১৮৭৭ সালের ৯ নভেম্বর জন্মগ্রহন করেন । তিনি জাতিগত কাশ্মীর বর্তমান পাকিস্তান এর সন্তান। তাঁর পুরো নাম আল্লামা মুহাম্মদ ইকবাল। তিনি ভারতবর্ষের বিখ্যাত মহাকবি, পাশাপাশি দার্শনিক এবং রাজনীতবীদও ছিলেন। উনার বাবা শেখ নুর মুহাম্মদ ছিলেনে পেশায় একজন দর্জি। শেখ নুর মোহাম্মদ কেবল পেশাগত দিক দিয়ে নয়, চিন্তাধারা এবং জীবন যাপনে ছিলেন ইসলামের প্রতি অত্যন্ত নিবেদিত-প্রাণ।

Odysee: https://odysee.com/$/invite/@mihalifza
Rumble: http://tinyurl.com/4t7wb92u
YT: https://www.youtube.com/@mihalifza/
Telegram: https://t.me/mihalifza

Loading comments...