Allah Created The Universe ll আল্লাহ তায়ালা মহাবিশ্ব সৃষ্টি করেছেন

9 months ago
11

Allah Created The Universe ll আল্লাহ তায়ালা মহাবিশ্ব সৃষ্টি করেছেন
Once, in the vastness of eternity, Allah decided to create the universe. With a mere command, "Be," the cosmos sprang into existence. Stars twinkled into being, galaxies swirled, and planets formed.
একদা, অনন্তকালের বিশালতার মধ্যে, আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। "হও" নামক একটি মাত্র আদেশ দিয়েই বিশ্বব্রহ্মাণ্ড অস্তিত্ব লাভ করল। নক্ষত্রগুলি জ্বলজ্বল করে অস্তিত্ব লাভ করে, ছায়াপথগুলি ঘূর্ণায়মান এবং গ্রহগুলি গঠিত হয়।

তবে সবচেয়ে বিশেষ সৃষ্টি ছিল পৃথিবী। আল্লাহ তা'আলা এর প্রাকৃতিক দৃশ্য যত্ন সহকারে সাজিয়েছেন, উঁচু পাহাড় থেকে শুরু করে ঝকঝকে নদী পর্যন্ত। অতঃপর তিনি তাতে প্রাণ সঞ্চার করলেন।

আল্লাহ তা'আলা জীব সৃষ্টি করেছেন, যা বিচরণ করে স্থলে বিচরণ করে, সমুদ্র সাঁতার কাটে এবং আকাশ উত্তোলন করে। প্রতিটিই ছিল অনন্য, তাঁর সীমাহীন সৃজনশীলতার সাক্ষ্য।
তবুও, কিছু অনুপস্থিত ছিল—তাঁর হাতের কাজের প্রশংসা করার মতো কেউ। অতঃপর আল্লাহ তা'আলা মানুষকে সৃষ্টি করেছেন, তাকে কাদামাটি থেকে আকৃতি দিয়েছেন এবং তাতে তাঁর রূহ ফুঁকে দিয়েছেন।

তিনি মানুষকে বুদ্ধি ও স্বাধীন ইচ্ছাশক্তি দান করেছেন, তাঁর সৃষ্টিকে অন্বেষণ ও পরিচালনা করার জন্য। আর সর্বোপরি তিনি তাদেরকে তাঁকে জানার ও ইবাদত করার ক্ষমতা দান করেছেন।

ফেরেশতাগণ বিস্ময়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব দেখে বিস্মিত হলেন। আকাশ সৃষ্টিকর্তার প্রশংসায় প্রতিধ্বনিত হল, যাঁর শক্তি ও প্রজ্ঞার কোন সীমা ছিল না।

অতঃপর বিশ্বজগৎ আল্লাহর সাক্ষ্য স্বরূপ হয়ে গেল।
But the most special creation was Earth. Allah sculpted its landscapes with care, from towering mountains to glistening rivers. Then, He breathed life into it.

Allah fashioned creatures to roam the land, swim the seas, and soar the skies. Each was unique, a testament to His boundless creativity.

Yet, something was missing—someone to appreciate His handiwork. So, Allah created humans, shaping them from clay and breathing His spirit into them.

He gifted humans with intellect and free will, to explore and steward His creation. And above all, He granted them the ability to know and worship Him.

In awe, the angels marveled at Allah's masterpiece. The heavens echoed with praises for the Creator, whose power and wisdom knew no bounds.

And thus, the universe came to be, a testament to Allah's majesty and love for His creation. And the story of its creation continues to inspire and awe generations, reminding them of the greatness of the One who made it all possible.

Loading comments...