আরবের মীরজাফর, মক্কার শেরিফ, হুসেইন ইবন আলীর সাথে বৃটিশ সংযোগ

8 months ago
11

উসমানীয় খিলাফত ধ্বংসে তৎকালীন মক্কার শেরিফ, হুসেইন ইবন আলী, বৃটিশদের সাথে গোপন আঁতাত গড়ে তুলে। যদিও একটি আরব খিলাফত প্রতিষ্ঠার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে বৃটিশরা তাকে প্রতারিত করলেও তার কর্মকাণ্ডে হিজাজ অঞ্চল ব্যাপকভাবে অস্থিতিশীল হয়ে পড়ে এবং উসমানীয় খিলাফতের পতন ত্বরান্বিত হয়।

Loading comments...