Speech of Legendary Singer Geetashree Sandhya Mukharjee গীতশ্রী সন্দ্যা মুখোপাধ্যায়

9 months ago
2

Life is not only joy - laughter - music. Life is not just a flower-lined road. No matter how successful his life is. Geethree Sandhya Mukhopadhyay or why would be an exception? On his auspicious birthday, we look back and see how he has come forward with physical handicaps and reached the top of success today. But no one understood that. When I was seventeen-eighteen years old, I had severe mumps once. The doctors saw and said, this kind of mumps is not common.
বাংলা আধুনিক গানের কিংবদন্তি মেলোডি কুইন গীতশ্রী সন্ধ্যা মূখার্জির কিছু কথা
জীবন মানে কেবল নয় আনন্দ - হাসি - গান। জীবন মানে তো কেবল ফুল বিছানো রাস্তা নয়। সে যত সফল জীবনই হোক না কেন । গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ই বা কেন হবেন তার ব্যতিক্রম ? তাঁর শুভ জন্মদিনে আমরা ফিরে দেখলাম কতখানি শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে এসে আজ সাফল্যের শীর্ষে উঠেছেন তিনি। অথচ কাউকেই বুঝতে দেননি সেকথা। তাঁর কথা তাঁরই মুখে-🌸 ❤️' আমার যখন সতেরো -আঠারো বছর, একবার প্রচন্ড মাম্পস হল। ডাক্তাররা দেখে বললেন, এ ধরণের মাম্পস সচরাচর হয় না। কত ডাক্তার যে দেখলেন। সকলেই একমত এ রেয়ার মাম্পস। একমাস কিছু খেতে পারিনি। গলায় আর মুখে প্রচন্ড ব্যথা। টিউব দিয়ে আমাকে চিকেনস্যুপ খাওয়ানো হতো। এসব দেখে আমার বাড়ির লোকেদের চিন্তায় ঘুম নেই।

Loading comments...