halobashi Bole Dao - Piran Khan ft. Jony | Shondhi | Natok Song | Apurba | Tanjin Tisha |Viral Son

10 months ago
21

halobashi Bole Dao - Piran Khan ft. Jony | Shondhi | Natok Song | Apurba | Tanjin Tisha |Viral Son

Bhalobashi Bole Dao | SHONDHI (সন্ধি ) - Piran Khan ft. Jony | New Natok Song | Apurba | Tanjin Tisha | Drama OST
Bhalobashi Bole Dao | (সন্ধি ) - Piran Khan ft. Jony | New Natok Song | Apurba | Tanjin Tisha | Drama OST
ভালোবাসি বলে দাও | Tiktok viral song | ভালোবাসি বলে দাও | Tiktok viral song |ভালোবাসি বলে দাও | Tiktok viral song | ভালোবাসি বলে দাও | Tiktok viral song

Song : Sondhi
Singer : Airf Ur Rahman Jony
Lyric : Airf Ur Rahman Jony
Original song lyric: Anowar Hossain Ador
Tune : Arif ur Rahman Jony & Piran Khan
Music Director: Piran Khan
Guitar: Amrick Das Gupta
Intro Piano: Nayeem Chisty
Drama: Untold Love Story
Label : Cd Choice
Cast : Apurba & Tanjin Tisha
Director : Probir Roy Chowdhury
Thumbnail design: Mahir Mahmud

Lyrics:

হতে পারে রুপকথার এক দেশের,
রাতের আকাশের এক ফালি চাঁদ,
তোমার আমার চিরকাল।
তুমি আমি হাতে রেখে হাত,
ছুঁয়ে দিয়ে আঙুলে আঙুল,
দেখতে পারো কিছু আদুরে সকাল।

হতে পারে এ পথের শুরু,
নিয়ে যাবে আমাদের অজানায়।
তুমি আমি আমাদের পৃথিবী,
সাজিয়ে নিবো ভালোবাসায়।

ভালোবাসি বলে দাও আমায়,
বলে দাও হ্যাঁ সব কবুল।
তুমি শুধু আমারই হবে,
যদি করো মিষ্টি এই ভুল।
হাতে হাত রাখতে পারো,
সন্ধি আঙুলে আঙুল।
ভালোবাসা বাড়াতে আরও,
হৃদয় ভীষণ ব্যাকুল।

প্রতিদিন কি জানি কি হয়ে যায়
শুধু তোমার কল্পনায়
ডুবে থাকা, আমায় ভালোলাগায়,
ভালোলাগার স্বপ্ন বোনায়।

কখনো হারাবে না তুমি
চোখে চোখ রেখে কথা দাও।
থাকবে কাছে ছায়ার মত,
ছেড়ে যাবেনা কোথাও।

হতে পারে তোমার একটু চাওয়ায়,
এনে দেবো শুকতারা কুড়িয়ে।
স্বপ্ন আঁকবো চন্দ্র দিয়ে,
পূর্ণিমাতে তোমায় বুকে জড়িয়ে।

ভালোবাসি বলে দাও আমায়,
বলে দাও হ্যাঁ সব কবুল।
তুমি শুধু আমারই হবে,
যদি করো মিষ্টি এই ভুল।
হাতে হাত রাখতে পারো,
সন্ধি আঙুলে আঙুল।
ভালোবাসা বাড়াতে আরও,
হৃদয় ভীষণ ব্যাকুল।

#banglasong #bangladesh #dhaka #bengali #bangladeshi #bangla #kolkata #bangali #sylhet #tiktokbangladesh #tiktokbangla #tiktokbd #tiktokbangladeshi #tiktok #tiktokbanglasong #banglaquotes #teambd #bdmuser #musicallybangladesh #love #kolkatadiaries #musicallybangla #bdmusic #musicallybd #team #beautiful #tiktokbdofficial #tiktokbangladeshofficial #bong #westbengal

Loading comments...