Social Media -তে লোক দেখানো দান | Donations shown on social media #দান

9 months ago
10

Social Media -তে লোক দেখানো দান |
প্রশ্ন : আমরা জানি, দান-সদকা করা ভালো। আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে গরিবদের প্রকাশ্যে দান করার ব্যাপার দেখা যাচ্ছে। আমার প্রশ্ন হলো, এই লোক দেখানো দান করা কি অহংকারের মধ্যে পড়ে? সেই লোক সমাজে বড় সাজার জন্য দান করছে, এটা কি ঠিক?
উত্তর : আপনি কীভাবে বুঝলেন যে, ওই লোক মানুষকে দেখানোর জন্য দান করছে? হতেও তো পারে তিনি দেখিয়ে দান করছেন অপরকে অনুপ্রাণিত করার জন্য, যাতে অন্যরাও দান করার জন্য উৎসাহ পায়। দান দুভাবেই জায়েজ—গোপনে দেওয়া ও প্রকাশ্যে দেওয়া। আল্লাহ বলেছেন, তোমরা দান প্রকাশ্যে করো, সেটা উত্তম। কিন্তু গোপনে করলে সেটা কল্যাণকর। সুতরাং, দুটো ব্যাপারকেই আল্লাহ সাপোর্ট করেছেন। কিন্তু গোপনে দেওয়াটায় বেশি কল্যাণকর রয়েছে। সেই দানের উদ্দেশ্য হচ্ছে, অন্যকে অনুপ্রেরণা দেওয়া, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যে দান গোপনে দেওয়া উত্তম, সেটা গোপনেই দেওয়া ভালো। যেমন—নিজের আত্মীয়কে আপনি কিছু দিচ্ছেন, সেটা গোপনে দেওয়াই ঠিক। আর দরিদ্র কাউকে দিচ্ছেন, সঙ্গে অন্যকেও উৎসাহ দিচ্ছেন, দানের জন্য সেটা প্রকাশ্যে দেওয়া উত্তম।
আবার,
লোক দেখানো আমল কিংবা প্রশংসা পাওয়ার জন্য যে কোনো ভালো কাজই ইসলামে কবিরা গোনাহ। এ সব আমল-ইবাদতকারীর পরিণতিও ভয়াবহ। কেয়ামতের দিন প্রশংসা পাওয়ার জন্য ভালো কাজ করার ব্যক্তিদের বিচারই প্রথম করা হবে। হাদিসের বর্ণনায় তা প্রমাণিত।
লোক দেখানো যে কোনো আমলকারীই বড় গোনাহগার। রিয়া বা লোক দেখানো আমলের কবিরা গোনাহ থেকে বিরত থাকতে তাওবা-ইসতেগফারের বিকল্প নেই। লোক দেখানো ইবাদত থেকে নিজেদের বিরত রাখতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাই একমাত্র পথ।
►Like The Video..!!
►Share this Video with your friends..!!
►Follo the channel if you haven't already..!! :')

Loading comments...