ট্রেনের টিকেট কালোবাজারি | Railway Black Ticket #blackticket

9 months ago
8

টিকিট কালোবাজারিতে যাত্রীদের ভোগান্তি

আরাম ও স্বস্তিদায়ক যাত্রার অন্যতম যোগাযোগব্যবস্থা হলো ট্রেন। দেশের অধিকাংশ মানুষই ট্রেনে ভ্রমণ করে থাকে। অনেকেই আবার বাসে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করে না, তাদের জন্য একমাত্র অবলম্বন হলো ট্রেন। তবে স্বস্তির পরিবহনে অস্বস্তির বিষয় হলো, ট্রেনে সবকিছু ঠিকঠাক থাকলেও সমস্যায় পড়তে হয় টিকিট নিয়ে।
এভাবে আর কত দিন চলবে ট্রেনের টিকিট নিয়ে এমন বিড়ম্বনা? এই প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাওয়া কঠিন। টিকিট নিয়ে বিড়ম্বনার শেষ নেই। সব সময়ই এমন ঘটনা না ঘটলেও ঈদের সময় এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটে থাকে। সাধারণ যাত্রীরা এসব হয়রানি থেকে মুক্তি চায়। কোনো কোনো সময় যাত্রীরা বাধ্য হয়ে দ্বিগুণ টাকা দিয়ে টিকিট ক্রয় করেন। কিন্তু সবার পক্ষে কালোবাজারি থেকে এমন টিকিট কেনা সম্ভব হয় না।

সবশেষে বলতে চাই, ট্রেনের টিকিট বিক্রি হোক সঠিক পন্থায়। আর যারা এই টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি প্রদান করতে হবে। কালোবাজারি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি রাখতে হবে। সাধারণ যাত্রীদেরও কালোবাজারি থেকে টিকিট ক্রয় থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। তাদের ধরতে সহযোগিতা করতে হবে। তাই আসুন কালোবাজারি রোধে সোচ্চার প্রতিবাদ গড়ে তুলি, শান্তি-শৃঙ্খলাপূর্ণ দেশ গড়ি।

Loading comments...