''ভালোবাসা দিবস" || Valentine’s Day #ভালোবাসাদিবস #valantineday

9 months ago
14

হ্যালো,
কেমন আছো তোমরা সবাই...?
আশা করি ভালোই আছো।
আজকে ভালবাসা দিবসে সবাইকে ''টপিক" এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।
এই ভিডিওতে ভালোবাসা দিবস নিয়ে কথা বলা হয়েছে যা কথা গুলো হয়তোবা শুনতে খারাপ কিন্তু সত্যি ।
যদি আমার কথা গুলো কারো খারাপ লাগে তাহলে দুঃখিত ।
কিন্তু এই টুকু মনে রাখবেন যাদের কথা গুলো খারাপ লাগবে তারা হায়তো এখন একটু সময় আনন্দ পাওয়ার জন্য মৃত্যুর পরবর্তী জীবনের কথা ভুলেই এই খারাপ কাজ গুলো করছে তাই আমি সবাইকে বলতে চাই এই ছোট জীবনে অল্প আনন্দ পাওয়ার জন্য এতো পাপ কাজ করবেন না যেন আপনার মৃত্যুর পরবর্তী জীবনটা অনেক কষ্টের হয়।
আড় শেষে বলতে চাই ভালোবাসার জন্য বিশেষ দিনের দরকার হয় না প্রতি দিনই ভালোবাসা যায়।
ভালো থাকবেন সবাইকে নিয়ে।
আল্লাহ্‌ হাফেজ

Loading comments...