শরীফা গল্প পাঠ্যবই থেকে ছিঁড়ে প্রতিবাদ করায় ব্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষকের চাকরিচ্যুত করা হলো?

8 months ago
15

শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়ার গল্প পাঠ্যবই থেকে ছিঁড়ে প্রতিবাদ করায় ব্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষকের চাকরিচ্যুত করা হলো? #ব্র্যাকব্যাংক #বিকাশ #BRAC

চাকরি হারালেন ব্র্যাকের শিক্ষক আসিফ মাহতাব

সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে ছাত্র ছাত্রীদের মগজধোলাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এ প্রতিবাদ জানান।

সেমিনারে আসিফ মাহতাব নতুন কারিকুলামের সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবইটি নিয়ে আসেন। পরে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যবই ‘শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়ার গল্প আছে। আমি বইটি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এখানে লেখা আছে ছোটবেলা সবাই আমাকে ছেলে বলতো। কিন্তু আমি নিজেই একসময় বুঝলাম আমার শরীরটা ছেলের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। 
“সে (ছেলে) যদি মেয়ে হয় তাহলে তার বিয়ে হবে কার সঙ্গে? অবশ্যই ছেলের সঙ্গে। তার মানে এটা সমকামী, যা আমাদের দেশে অবৈধ। কিন্তু সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে এই গল্পের মাধ্যমে। এটাতো স্কুলে ছেলেমেয়ের এক প্রকার ব্রেনওয়াশের মতো করা হচ্ছে, যেটা ইউরোপ-আমেরিকাতে করা হয়।”

এরপর সেমিনারে সবার উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের যাদের সামর্থ্য রয়েছে তারা এই বইটি বইয়ের দোকান থেকে ৮০ টাকা দিয়ে কিনে গল্পটির পাতা দুটি ছিঁড়বেন। পরে দোকানে আবার দিয়ে দিবেন। দিয়ে বলবেন, সেটি অর্ধেক দামে বিক্রি করতে। যাতে মানুষের সতর্ক হয়। 

“প্রতিবাদটা এমন হতে পারে ‘শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়া পাতা দুটি ছিড়ে আবার তাদের (দোকানদার) কাছে দিয়ে দিবো। আমার টাকা দিয়ে আমি ছিঁড়বো।”
এ ঘটনার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
রোববার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে।

পরে রোববার রাতে নিজের ফেসবুকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন শিক্ষক আসিফ মাহতাব। তিনি জানিয়েছেন, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনিও আর ক্লাসে ফিরবেন না।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহতাব লিখেছেন, আজকে আমি ব্র্যাকে রেগুলার ক্লাস নিয়েছি। আমাকে (রাত ১১টা) এইমাত্র ফোন করে জানানো হয়েছে, আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস না নিতে না যাই। আমি জানি না, হঠাৎ কেন তারা এই সিদ্ধান্ত নিলো। আমাকে কোনো কারণ জানানো হয়নি।

তাই যে যার অবস্থান থেকে প্রতিবাদ না করলে ভবিষ্যতে আমাBRAC সন্তানদের ভবিষ্যৎ অন্ধকারে পরিনত হবে। তাই আমি একজন প্রবাসি হিসেবে আজ থেকে ব্র্যাক ব্যাংক(BRAC) ও বিকাশে লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দিলাম। আমার কথাগুলো যারা শুনেছেন তাদের প্রতি বিনীত অনুরুধ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আজ থেকে বিকাশে লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দিন। বিকাশের পরিবর্তে নগদ বা রকেট ব্যবহার করুন। প্রবাস থেকে টাকা পাঠালে বিকাশে হাজারে ২০টাকা কাটে আর নগদে কাটে ১০ টাকা সেই দিকেও আপনি লাভবান হবেন। এখন বিচার করার দায়িত্ব আপনার হাতে।

#ব্র্যাক #ব্র্যাকব্যাংক #বিকাশ #বন্ধকরুন
#BRAC #bracbank #bikashchetry #assam #assamese #dimpubaruah #guwahati #assameseboy #instagram #assamesemodels #hojai #kamrup #sivasagar #darrang #nalbari #bikash #tejpur #kajiranga #hajo #gauhati #zubeengarg #majuli #deeplinadeka #shillong #traditonal #barpeta #sibsagar #instagood #kbey #dimpu #voiceassam #assmeseyoutuber #bikashchetry #assam #assamese #dimpubaruah #guwahati #assameseboy #instagram #assamesemodels #hojai #kamrup #sivasagar #darrang #nalbari #bikash #tejpur #kajiranga #hajo #gauhati #zubeengarg #majuli #deeplinadeka #shillong #traditonal #barpeta #sibsagar #instagood #kbey #dimpu #voiceassam #assmeseyoutuber #bikashchetry #assam #assamese #dimpubaruah #guwahati #assameseboy #instagram #assamesemodels #hojai #kamrup #sivasagar #darrang #nalbari #bikash #tejpur #kajiranga #hajo #gauhati #zubeengarg #majuli #deeplinadeka #shillong #traditonal #barpeta #sibsagar #instagood #kbey #dimpu #voiceassam #assmeseyoutuber

Loading comments...