মাননীয় উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবির রাউজান শান্তিধাম বিহারে চীবর দানে শীল প্রদান

1 year ago
16

মাননীয় উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবির
১৯/১১/২০২৩ ইং রাউজান শান্তিধাম বিহারের
কঠিন চীবর দানে শীল প্রদান করছেন।

🙏🙏🙏 অনিচ্চা বত সংখারা 🙏🙏 🙏
🙏🙏🙏 সকল সংস্কার অনিত্য 🙏 🙏🙏

রাউজান গ্রামের জন্মজাত কৃতি সাংঘিক ব্যক্তিত্ব,
বাংলাদেশের বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপ-সংঘরাজ,
থাইল্যান্ড কর্তৃক ডক্টর উপাধি প্রাপ্ত,
রাউজান বিমলানন্দ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় স্মৃতিধর
ভদন্ত ড. শীলানন্দ মহাস্থবির মহোদয়
১৯/০১/২০২৪ ইং ভোর ৪.১০ মিনিটে ইহলোক ত্যাগ করেন।
উনার নির্বাণ সুখ কামনায় আমার জীবনের অর্জিত সকল পূণ্যরাশি দান করছি।

Loading comments...