শ্রামণ্য ধর্মে দীক্ষা গ্রহণ।

1 year ago
16

শ্রামণ্য ধর্মে দীক্ষা।
আজকের ম্যাসেজ পঞ্চশীল শিক্ষাঃ-
পালি ভাষায়ঃ-
১. পানাতি পাতা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।

২. আদিন্নদানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।

৩. কামেসু মিচ্ছাচারা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৪. মুসাবদাবেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।
৫. সুরা মেরেয় মজ্জ পমাদট্ঠানা বেরমণী সিক্খাপদং সমাদিয়ামি।

বাংলা অনুবাদঃ-
১. আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকব এই শিক্ষাপদ গ্রহণ করছি।
২. আমি অদত্ত বস্তু মানে চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারনা, দূর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ গ্রহণ থেকে বিরত থাকব এই শিক্ষাপদ গ্রহণ করছি।
৩. আমি ব্যভিচার মানে নিজ বিবাহিত স্ত্রী ব্যতীত পর নারী থেকে বিরত থাকব এই শিক্ষাপদ গ্রহণ করছি।
৪. আমি মিথ্যা/ অসত্য বলা থেকে বিরত থাকব এই শিক্ষাপদ গ্রহণ করছি।
৫. আমি সুরা মানে যেকোন মাদক/ নেশা জাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকব এই শিক্ষাপদ গ্রহণ করছি।

Loading comments...