আজ মনে হল জীবনের উপর দিয়ে ঝড় বয়ে গেল

1 year ago
15

আজ আমার মা আর বোন আসছিল ,বাড়ি থেকে হঠাৎ করে আমার মা প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ে গাড়ির ভেতরে ,আমার ছোট বোন একাই ছিল সাথে, আর তাদের সাথে অনেক জিনিসপত্র ছিল ,তাই আমরা আপসেট হয়ে গেছিলাম যে না জানি আজ বাড়িতে কি হয়, আমার বোন তো ছোট মানুষ এত সামলাতে পারবে না, তাই আমার আব্বু ও অনেক বেশি হচ্ছে চিন্তিত হয়ে গেছিল আর সাথে আমরাও কয়েকটা ঘন্টার জন্য মনে হচ্ছিল নিঃশ্বাসটা আটকে যাচ্ছে

Loading comments...