JALALI SET|Bonobasher Shadhon |জালালি সেট বনবাসের সাধন HD:-Official Hip Hop|Music Video

1 year ago
77

JALALI SET
Bonobasher Shadhon
জালালি সেট বনবাসের সাধন
HD:-Official Hip Hop|Music Video

Directed by: MC Mugz and Artistic Motion (Shift Haq and Ridwanul Kabir)

Camera: Shift Haq & Ridwanul Kabir

Edited by Artistic Motion

Produced by: Artistic Motion

Artists: JALALI SET (MC Mugz/ SHAFAYAT/ Double S/ Shadhu)

Lyrics:-

ঢাকাইয়া পোলার একের আসন একে জমে
দমে দমে দম লাগারে
দমে দমে দম দে
দম দে বাবা দম দে
জালালী জলসাতে, ঘাম পুছবেন গামছাতে
কারণ আমগো লেভেল এখন তেরো নম্বর তামশাতে
সই! এবার মনের কথা কই
বান্দরে বরই পাইল মাগার হালার পুতে লবণ দিল কই
বাথরুম হইলে নিচের দিকে, দেয়ার মালিক আল্লাহ যে
আর ময়না টিয়া দিলে মাতাত হাইগা তুইব শালিকে
পাঁচ লক্ষ নেকা সাধু দেখতে যাইবেন কুম্ভমেলায়
পইড়া যাইবেন ভিড়ের ঠ্যালায়, বইয়া যাইবেন দমের খেলায়
উটের চরের থেইকা সরাসরি সোজা ভবের চরে
দুনিয়ারে চরাই মাগার বকরী দেখলে ডরাই
সোজা কাঠ কাঠনি রূপরে লইয়া কাইটা কুইটা মাটির বাঁশি
রেডি কইরা চালু চালু সুন্দর একখান ছোবা জ্বালান
জালালি সাফায়েত এর বনবাসের সাধনতে পইড়া যাইবেন ফাঁপরেতে
মুইতা দিবেন কাপড়েতে সিলা সিলা সিল
সিল সিলা পাপাপুয়া, পেটের ভিত্রে চাচাচুয়া, কান্ধের উপ্রে কাকাতুয়া
মুখের ভিত্রে বুকে ধুঁয়া, হ্যাং কইরা ঠ্যাংএর উপ্রে ঠ্যাং মাইরা চ্যাঙ্গের উপ্রে
চ্যাং গাইড়া হাপের মুখে ব্যাঙ ছাইড়া
সিল সিলা পাপাপুয়া, পেটের ভিত্রে চাচাচুয়া, কান্ধের উপ্রে কাকাতুয়া
মুখের ভিত্রে বুকে ধুঁয়া, হ্যাং কইরা ঠ্যাংএর উপ্রে ঠ্যাং মাইরা চ্যাঙ্গের উপ্রে
চ্যাং গাইড়া হাপের মুখে ব্যাঙ ছাইড়া সিলা সিলা সিল
দিবারাতি জ্বলে বলে, জালালি সাধনা চলে
ভবের বাত্তি লোকচক্ষুর অন্তরালে নিভে জ্বলে
কাব্যচর্চার তপস্যার রেওয়াজে ধনে মগ্ন
যতক্ষণ অবস্থান দুনিয়ায় চিন্তা কর পরমঙ্গলে
জালালি জহুরি খাঁটি দর্শনধারী গুনবিচারি সর্বজনস্বীকৃত
শ্রেষ্ঠ ছন্দ গীতির অধিকারী
সংগীতের পিরীতে মন মজিলে বুঝিবে যখন সিদ্ধিরশক্তি
গুরুভক্তি মনেতে বসিবে, হাঁ চুদুরবুদুর বিত্রিকিচ্ছার আলাপ যতই পারেন
কিন্তু জালালি কাফেলা দেখলে চোখ উঠে কপালে
যতই তারকা হইয়া উড়েন, ঘুরেন, ঝুলেন, ডালের নীচে
নামলে হারায় যাইবেন কারও লেভেল মায়াজালে
শান্তির মায় চিক্কুর পাইড়া কান্দে পুতে মইরা গেসে
স্বজাতি ভগিলে জালালি পাগলের ফান্দে
আধামরা বিরোধীগো নীরবে নিভৃতে পেটের হাজতে
ফাঁসাইয়া মরজিনার জামাই কান্দে
সিল সিলা পাপাপুয়া, পেটের ভিত্রে চাচাচুয়া, কান্ধের উপ্রে কাকাতুয়া
মুখের ভিত্রে বুকে ধুঁয়া, হ্যাং কইরা ঠ্যাংএর উপ্রে ঠ্যাং মাইরা চ্যাঙ্গের উপ্রে
চ্যাং গাইড়া হাপের মুখে ব্যাঙ ছাইড়া সিলা সিলা সিল
সিল সিলা পাপাপুয়া, পেটের ভিত্রে চাচাচুয়া, কান্ধের উপ্রে কাকাতুয়া
মুখের ভিত্রে বুকে ধুঁয়া, হ্যাং কইরা ঠ্যাংএর উপ্রে ঠ্যাং মাইরা চ্যাঙ্গের উপ্রে
চ্যাং গাইড়া হাপের মুখে ব্যাঙ ছাইড়া সিলা সিলা সিল
কই ভবের বাত্তি? কতই ভবের বাত্তি
জালালির আসরে কই ভবের বাত্তি
এ মাটির বাঁশি ধরা, জালালি জ্বালা, জিকিরে কাঁপায়া হালা পুরা এলাকা
সাঁই টাইনা ধুমা ভিতরে লইয়া ছাড়ি উপরে
জিনিক আর জিনিকে জ্বলে বাত্তি দেমাগে
এই লাগা পোলটি, দে শয়তানের ভেল্কি, ভিজা বিলাই হাইজ্যাক করে মাটনের ফন্দী
বনবাসের সাধনে কই গুরু সাধনে স্বাধ মায়া ত্যাগের স্বাদ নাই ক্ষমা চরণে
হাত ছুইলে জাত যাইব সাধুর নাই বংশ
হাত গুরুর চরণে ক্ষমা সেই করব
লাগে তোর পাড়া মসজিদ না কইরা শিখছস ইশারা
সইবো না সাঁই শুইনা রাইখ সবাই
জগতের দাম নাই যে যার যার আখের গুছায় সত্যের বাত্তি জ্বালায়
সিল সিলা পাপাপুয়া, পেটের ভিত্রে চাচাচুয়া, কান্ধের উপ্রে কাকাতুয়া
মুখের ভিত্রে বুকে ধুঁয়া, হ্যাং কইরা ঠ্যাংএর উপ্রে ঠ্যাং মাইরা চ্যাঙ্গের উপ্রে
চ্যাং গাইড়া হাপের মুখে ব্যাঙ ছাইড়া সিলা সিলা সিল
সিল সিলা পাপাপুয়া, পেটের ভিত্রে চাচাচুয়া, কান্ধের উপ্রে কাকাতুয়া
মুখের ভিত্রে বুকে ধুঁয়া, হ্যাং কইরা ঠ্যাংএর উপ্রে ঠ্যাং মাইরা চ্যাঙ্গের উপ্রে
চ্যাং গাইড়া হাপের মুখে ব্যাঙ ছাইড়া সিলা সিলা সিল
এ আমরা মাটির বাংলার শ্যামলা চামড়ার মাঝিমাল্লা দেশে কামলা
মরজিনার দেওয়ানা যাযাবর যতটি জটাপাগলা
ঢোলের তালে হেইলা দুইলা নাইচা গাইয়া হাইসা খেইলা
জ্বাললে জালালি জ্বালা ভবের বাত্তি জ্বলো বাত্তি
মাটির বাংলার শ্যামলা চামড়া, মাঝিমাল্লার দেশে কামলা
মরজিনার দেওয়ানা যাযাবর যতটি জটাপাগলা
ঢোলের তালে হেইলা দুইলা নাইচা গাইয়া হাইসা খেইলা
জ্বাললে জালালি জ্বালা ভবের বাত্তি জ্বলো বাত্তি

Loading comments...