গ্রীনভিউ মডেল মাদ্রাসা কাহালু- বগুড়া ।। Green View Model Madrasha Kahaloo - Bogura।।

1 year ago
7

আমরা আজকে কাহালু উপজেলার গ্রীনভিউ মডেল মাদ্রাসা সম্পর্কে জানব। অত্র মাদ্রাসা বগুড়া জেলাধীন কাহালু উপজেলা টু দারগাহাট রাস্তায় রেজিষ্ট্রি অফিস সংলগ্ন অবস্থিত। উক্ত মাদ্রাসা অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ সাহেবের অক্লান্ত পরিশ্রমে অধ্যায়ন পরিচালিত হয়। উক্ত মাদ্রাসার নির্বাহী পরিচালক জনাব ইউসুফ সাহেব খুবই নিষ্ঠা এবং দায়িত্বশীল ভাবে মাদ্রাসা পরিচালনা করেন। তার স্ত্রী উক্ত মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। এই মাদ্রাসায় 2024 শিক্ষাবর্ষে
প্লে শ্রেণী হতে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। উক্ত মাদ্রাসার শিক্ষার গুনগত মান খুবই ভালো।
গ্রীনভিউ মডেল মাদ্রাসার বৈশিষ্ট সমুহঃ
1। নুরানী পদ্ধতিতে সহি কোরআন শিক্ষা দানের ব্যবস্থা
2। মনোরম পরিবেশে সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান ব্যবস্থা
3। নিয়মিত অভিভাবক সমাবেশের ব্যবস্থা করা।
4। দুর্বল ছাত্র/ছাত্রীদেরকে আলাদা পাঠদানের ব্যবস্থা।
5। কোন ছাত্র/ছাত্রীকে আলাদা ভাাবে কোচিং বা প্রায়ভেট পড়তে হয়বে না।
6। সার্বক্ষনিক সিসি ক্যামেরা দ্বারা প্রত্যেক ক্লাশরুম এবং মাদ্রাসা নিয়ন্ত্রিত।
আপনার সোনামনিদের মেধা বিকাশে রয়েছে নিয়মিত পিটি প্রারেড, চিক্রাংকন সহ সুস্থ্য সাংস্কৃতিক চর্চা।
তাই ভর্তি
ও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ গ্রীনভিউ মডেল মাদ্রাসা, রেজিষ্ট্রি অফিস সংলগ্ন, উপজেলা রোড, কাহালু, বগুড়া। ফোন 01723-413141
#school
#madrasah
#kahaloo
#kahalu

Loading comments...