পূণ্যদান উৎসর্গ Kathina Civara Offering Ceremony

1 year ago
29

পূণ্যদান উৎসর্গ ও শান্তি কামনা-
পালি-
ইদং বো ঞাতীনং হোতু সুখিথা হোস্তু ঞাতযো,
ইদং বো ঞাতীনং হোতু সুখিথা হোন্তু ঞাতয়ো,
ইদং বো  ঞাতীনং হোতু সুখিথা হোন্তু ঞাতয়ো,

উন্নমে উদকং বট্টং যথা নিন্নং পবত্ততি,
এবমেব ইতোদিন্নং পেতানং উপকপপতি
যথাবারি বহাপুরা পরিপূরেন্তি সাগরং,
এবমেব ইতোদিন্নং পেতানং উপকপ্পতি।

এত্তাবতা চ অম্হেহি সম্ভতং পুঞ্ঞসম্পদং, সব্বে দেবা, সব্বে সত্তা, সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিযা,
এবমেব ইতোদিন্নং পেতানং উপকপ্পতি।

এত্তাবতা চ অম্হেহি সম্ভতং পুঞ্ঞসম্পদং,
সব্বে দেবা, সব্বে সত্তা, সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিযা।
এবমেব ইতোদিন্নং পেতানং উপকপ্পতি।

এত্তাবতা চ অম্হেহি সম্ভতং পুঞ্ঞসম্পদং, সব্বে দেবা, সব্বে সত্তা, সব্বে ভূতা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিযা।

আকাসট্ঠা চ ভুম্মাঠা দেবনাগা মহিদ্ধিকা, পুঞ্ঞতং অনুমোদিত্বা চিরংরক্খন্তু বুদ্ধ সাসনং; চিরংরকখন্তু বুদ্ধ দেসনং; চিরংরক্খন্তু মং পরং

আকাসটুঠাচ ভুম্মাঠা দেবনাগা মহিদ্ধিকা, পুঞ্ঞতং অনুমোদিত্বা চিরংরক্খন্তু বুদ্ধ সাসনং, চিরংরকখন্তু বুদ্ধ দেসনং; চিরংরকখন্তু মং পরং

আকাসঠাচ ভুম্মাঠা দেবনাগা মহিদ্ধিকা, পুঞ্ঞতং অনুমোদিত্বা চিরংরক্খন্তু বুদ্ধ সাসনং চিরংরক্খন্তু বুদ্ধ দেসনং; চিরংরক্খন্তু মং পরং।

ইমিনা পুঞকম্মেন মা মে বালা-সমাগমো, সতং সমাগমো হোতু যাব নিব্বান-পত্তিযা,
ইমিনা পুঞ্ঞকম্মেন মা মে বালা-সমাগমো, সতং সমাগমো হোতু যাব নিব্বান-পত্তিযা।

ইদংমে পুঞ্ঞং আসব খযং বহং হোতু নিব্বাণস্স পচ্চযো হোতু।

ইদংযে পুঞ্ঞং আসব খযং বহং হোতু নিব্বাণস্স পচ্চযো হোতু।

ইদংমে পুঞ্ঞং আসব খযং বহং হোতু নিব্বণস্স পচ্চযো হোতু।

বাংলা অনুবাদঃ
১।আমার দ্বারা যে পূণ্য সম্পদ সঞ্চিত হইয়াছে, তাহা কালগত জ্ঞাতিগণ লাভ করে সুখী হউক।

২। জল যেমন উচ্চ স্তান হইতে পতিত হইয়া নিম্ন দিকে প্রবাবিত হয়, সেই রুপ এই মনুষ্য লোেক হইতে জ্ঞাতিগণের প্রদত্ত পূণ্যরাশি প্রেতগণের উপকার সাধন হোউক।

৩। জল বহনকারী নদী সমূহ যেমন ক্রমে সাগরকে পরিপূর্ণ করে সেই রুপ এখান হইতে প্রদত্ত পূণ্যরাশি ও পরলোকগত প্রেতগণের উপকার করিয়া থাকুক।

৪। এই যাবৎ আমি যেই পূণ্য সম্পদ সঞ্চয় করিয়াছি। তাহা দিব্য সম্পতি, নির্বাণ সম্পতি, পরিবার সম্পতি, সমস্ত সিদ্ধির জন্য দেব, ভূত ও সমস্ত সত্তাগণ অনুমোদন করুন।

৫। আকাশবাসী, ভূমিবাসী, মহাঋদ্ধিমান দেব,নাগ, যক্ষগণ, আমার পূণ্য সম্পদ অনুমোদন করিয়া বুদ্ধের শাসন, বুদ্ধের দেশনাধর্ম, আমাকে এবং অপরাপর প্রাণী সকলকে চিরকাল রক্ষা করুণ।

৬। এই যাবৎ নির্বাণ লাভ করিতে না পারি পর্যন্ত যেন আমার সাথে অসতের সংশ্রব না হোক, যেন সৎ পুরুষের সহবাস জীবন অতিবাহিত করিতে পারি। এই পূণ্য নির্বাণের হেতু হউক।

৭। এই দানের, এই শীলের, এই পূণ্যের প্রভাবে সর্ব প্রকার আসবক্ষয় হইয়া নির্বাণ লাভের হেতু হউক।

৮।বসুন্ধরা ও দেবভূমি হইতে যত সত্তাগণ এখানে উপস্তিত হইয়াছ তোমরা সকলেই আমার এই কুশল কর্মাদি অবগত হইয়া সুখী হউক। বসুন্ধরা ও আমার কৃত সকল প্রকার কুশল কর্ম ও পূণ্যের সাক্ষী হউক।

৯।এই পূণ্যের প্রভাবে জগতের সকল প্রাণী সুখী হউক, সৰ্ব দুঃখ হইতে মুক্তি লাভ করিয়া নির্বাণ লাভের হেতু হউক।

Katnina Civara Offering Ceremony, Kadalpur Sudharmananda Vihar-2023

Loading comments...