স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের ব্রিফিংএ বাংলাদেশ প্রসঙ্গ ২০ নভেম্বর ২০২৩

1 year ago
5

বাংলাদেশের আগামী নির্বাচন যেনো জনগণের প্রত্যাশা অনুযায়ী হয় সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।
সোমবার নিয়মিত ব্রিফিংয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের আরেকটি একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া এবং যুক্তরাষ্ট্রের সংলাপ আহ্বান প্রত্যাখান প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে দেশটির অবস্থান নিয়ে এই মন্তব্য করেন মিলার।স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহতভাবে চালিয়ে যাবে এবং একইসঙ্গে আহবান জানাবে তারা যেনো জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে একসঙ্গে কাজ করে।
*****************
জাতিসংঘের নিয়মতি ব্রিফিংয়ে বাংলাদেশে বিরোধীনেতাকর্মীদের গণহারে গ্রেফতার, তড়িঘড়ি করে কারাদন্ড প্রদান এবং সরকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের সমঝোতার আহবান প্রত্যাখানের বিষয়টি উল্লেখ করে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান, "বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান আক্রমণের মধ্যেই আগামী ৭ জানুয়ারি নির্বাচন আয়োজনের জন্য তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহবানকে প্রত্যাখান করেই এই তফসিল ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে জাতিসংঘ মহাসচিব কী ধরনের উদ্যোগ নিবেন? ইতোমধ্যেই সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমঝোতার আহবান প্রত্যাখান করেছে।"
জবাবে জাতিসংঘের অবস্থান স্পষ্ট করে মুখপাত্র ডোজারিক এই প্রতিবেদককে বলেন, "মুশফিক, গত শুক্রবার আপনি একটি প্রশ্ন করতে চেয়েছিলেন কিন্তু আমাকে তড়িগড়ি ব্রিফিং শেষ করতে হয়েছিলো। সেজন্য দুঃখিত। আমরা সকল অংশীদার, সরকার এবং রাজনৈতিক দলগুলোকে আবারও আহবান জানাচ্ছি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যা করা দরকার, ঠিক তেমনটি যেনো তারা করেন।"

Loading comments...